ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন কর নিয়ম চালু হচ্ছে (Tax and GST Rule Change)। ট্যাক্স স্ল্যাব পরিবর্তন থেকে শুরু করে UPI, UPS চালু করা পর্যন্ত, আপনি যে পরিবর্তনগুলি আশা করতে পারেন তার একটি সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হল।
নতুন কর কাঠামো (Tax and GST Rule Change)
২০২৫ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর স্ল্যাব ও হার কার্যকর হবে (Tax and GST Rule Change)। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ভাষণে এই পরিবর্তনের ঘোষণা করেছিলেন। বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। এছাড়া, বেতনভোগীদের জন্য ৭৫,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকবে। অর্থাৎ, ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন থাকলে কোনও কর দিতে হবে না।
একীভূত পেনশন প্রকল্প (Tax and GST Rule Change)
কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের আগস্ট মাসে Unified Pension Scheme (UPS) চালু করেছিল (Tax and GST Rule Change)। তবে এটি ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে। এই প্রকল্পে ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। ২৫ বছরের বেশি চাকরির অভিজ্ঞতা থাকলে, শেষ ১২ মাসের গড় মূল বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে মিলবে। এতে অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
UPI ব্যবস্থায় পরিবর্তন
Unified Payments Interface (UPI) আরও নিরাপদ ও কার্যকর করতে National Payments Corporation of India (NPCI) নতুন নিয়ম চালু করছে। ব্যাঙ্ক ও থার্ড-পার্টি UPI পরিষেবা প্রদানকারীদের (PhonePe, Google Pay) কিছু বিশেষ ব্যবস্থা নিতে হবে। অনেক ব্যবহারকারীর পুরনো বা অচল মোবাইল নম্বর UPI-তে লিঙ্ক থাকা নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। তাই ১ এপ্রিল থেকে, অচল নম্বর ধাপে ধাপে UPI থেকে সরিয়ে দেওয়া হবে। NPCI জানিয়েছে, “ব্যাঙ্ক ও PSP অ্যাপগুলিকে মোবাইল নম্বর রিভোকেশন তালিকা (MNRL/DIP) অনুসারে তাদের ডেটাবেস নিয়মিত আপডেট করতে হবে, অন্তত সপ্তাহে একবার।”
আরও পড়ুন: Black Magic In Bihar: ‘কালাজাদু’র বলির শিকার বৃদ্ধ, পোড়ানো হল মুণ্ডহীন দেহ
যদি আপনার মোবাইল নম্বর বন্ধ থাকে বা দীর্ঘদিন ধরে ব্যবহৃত না হয়, তাহলে ১ এপ্রিলের আগে তা ব্যাঙ্কের সঙ্গে আপডেট করুন। না হলে UPI পেমেন্ট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।
GST-তে নতুন পরিবর্তন
নতুন অর্থবর্ষে GST ব্যবস্থায়ও বড় পরিবর্তন আসছে। মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) বাধ্যতামূলক হবে। এতে GST পোর্টালে নিরাপত্তা বাড়বে। ১৮০ দিনের বেশি পুরনো নথি ব্যবহার করে ই-ওয়ে বিল (EWB) তৈরি করা যাবে না। GSTR-7 ফাইল করলে (যারা TDS কেটে রাখেন), কোনও মাস বাদ দিয়ে বা এলোমেলোভাবে ফাইল করা যাবে না। GST-এর অধীনে ব্যবসা পরিচালনা করতে চাইলে, কোম্পানির প্রোমোটার ও ডিরেক্টরদের GST সুবিধা কেন্দ্রে (Suvidha Kendra) গিয়ে বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে।
আরও পড়ুন: Weather Update: তাপমাত্রার আচমকা পতন! ৭ ডিগ্রি কমে আপাতত স্বস্তি
কবে চালু হবে নতুন নিয়ম?
১ এপ্রিল ২০২৫ থেকে নতুন কর ব্যবস্থা কার্যকর হবে, পেনশন প্রকল্প চালু হবে, UPI ব্যবস্থায় পরিবর্তন আসবে এবং GST সংক্রান্ত নতুন বিধিনিষেধ প্রয়োগ করা হবে। তাই এই সমস্ত পরিবর্তন সম্পর্কে সচেতন থাকুন।