ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চা-কে বলা হয় প্রভাতী শুভেচ্ছা! কেননা চা ছাড়া অনেকেরই সকাল শুরু হয় না (Tea Drinking Habits)। চায়ের মধ্যে রয়েছে অনেক গুণাগুণ। আর সেই জন্যই চা পান করাকে অনেকেই নিজের জীবনের একটি অঙ্গ করে ফেলেছেন। আপনারা অনেকেই ভাবেন এই চা পান করা শুধুই উপকারি! তা কিন্তু একেবারেই সত্য নয়। আপনি হয়তো প্রতিদিন চায়ের সঙ্গে বিষ পান করছেন নিজের অজান্তেই। আর এই নিয়ে আমরা ট্রাইব টিভি বাংলা-র বিশেষ অনুষ্ঠান ”নীতি নির্ণয় না দুর্নীতি?”-তে কথা বলেছিলাম টি-টেষ্টার ও ব্লেন্ডার নবারুণ গুপ্ত-র সঙ্গে।
প্রভাতী শুভেচ্ছা (Tea Drinking Habits)
নবারুণ বাবুকে প্রশ্ন করা হয়েছিল, যার চা ছাড়া দিনের শুরু হয় না তাঁকে (Tea Drinking Habits) একজন টি- টেষ্টার হিসেবে কীভাবে দেখে? এই প্রশ্নে নবারুণ বাবু একটি দারুন উত্তর দিয়েছিলেন। তিনি বলেন, চা এখন আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। আমরা সারা দিনে একাধিক বার চা পান করি। আমাদের কাছে চা আসলে প্রভাতী শুভেচ্ছা! যেটা না পেলে আমাদের সকাল যেন শুরুই হয় না।
চায়ের দুর্নীতি (Tea Drinking Habits)
“চায়ের দুর্নীতি” আপনারা জানেন “ট্রাইব টিভি বাংলা”-র বিশেষ অনুষ্ঠান ”নীতি নির্ণয় না দুর্নীতি?”সমাজের বিভিন্ন বিষয়ের দুর্নীতিকে তুলে ধরে। আমাদের এই পর্বের অতিথি যেহেতু একজন টি-টেষ্টার তাই এই পর্বে আমরা চায়ের দুর্নীতি নিয়ে আলোচনা করেছিলাম।
আরও পড়ুন: Hooghly: বাবা-মা-বোনকে নৃশংসভাবে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ চুঁচুড়া আদালতের
কী বললেন তিনি?
আমরা যে চা প্রতিদিন পান করি সেই চায়েও দুর্নীতি হচ্ছে? নবারুণ বাবুকে এই প্রশ্ন করা হলে ওনার উত্তর ছিল এই রকম, ’’সব কিছুতেই দুর্নীতি থাকবে! তবে চায়ের দুর্নীতি শুনেই অনেকে অভাব হতে পারে।চায়ের দুর্নীতি সেটা আবার কেমন! আসলে চায়ের মধ্যে এখন অনেক বেশি পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে। এই পেস্টিসাইড যুক্ত চা দীর্ঘদিন ধরে পান করার ফলে আপনার স্বাস্থের ক্ষতি হতে পারে।“ এই ধরনের চা পান করলে ঠিক কী ক্ষতি হতে পারে জানতে আপনি “নীতি নির্ণয় না দুর্নীতির” এই পর্বটি দেখতে পারেন।
আরও পড়ুন: Subrata: সমাজসেবা করে আন্তর্জাতিক খ্যাতি, জোড়া পদক পেলেন রায়গঞ্জের সুব্রত সরকার
কেন দুর্নীতি হচ্ছে
চায়ের দুর্নীতি কেন হচ্ছে? আমাদের অতিথি নবারুণ বাবুকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, সব ক্ষেত্রেই কিছু অসাধু মানুষরা থাকবেন। কিন্তু, চায়ের যারা গুণগত মান যাচাই করে তাদের মধ্যে কেউ কেউ এই দুর্নীতিতে সাহায্য করছে। এই জন্য চায়ের গুণাগুণ কমে যাচ্ছে, এমনকি আমাদের দেশের বিখ্যাত চা বিদেশের বাজারে এখন নিজের খ্যাতি হারাচ্ছে শুধুমাত্র এই কারণে। চায়ের দুর্নীতি রুখতে পদক্ষেপ নেওয়া খুব জরুরী বলে জানিয়েছেন নবারুণ বাবু।