Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের আগে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। নেটে একটানা বল করতে দেখা গেল বুমরাকে (Team India)। মারমুখী মেজাজে ধরা দিলেন গিল।
মহারণের আগে প্রস্তুতি তুঙ্গে (Team India)
এশিয়া কাপের আগে অনুশীলন চলছে জোর কদমে। ১০ তারিখের ম্যাচ দিয়ে যাত্রা শুরু গম্ভীর বাহিনীর। দল নির্বাচন নিয়ে অনেকের মতভেদ থাকলেও ভারতীয় শিবিরকে দেখা গেল ফুরফুরে মেজাজেই। তবে অনুশীলনে কোনোরকম খামতি নেই ভারতীয় শিবিরের (Team India)।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে এবারের এশিয়া কাপে খেলতে নামছে ভারতীয় শিবির। তার আগে এই মুহূর্তে দুবাইয়ে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গিয়েছে অধিনায়ক সূর্যকুমার, সহ অধিনায়ক শুভমন গিল, অভিষেক শর্মাদের।
প্রায় একবছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন গিল। তার ব্যাটিংয়ের দিকে বিশেষ নজর থাকবে সবার। তার কাছ থেকে প্রত্যাশাও অনেকে। আর সেদিন অনুশীলনে তাকে দেখা গেছে হার্ড হিটিং শট অনুশীলন করতে। সূর্যকুমার যাদবকেও ছন্দে দেখা গেল অনুশীলনে। অভিষেক শর্মাকে সবচেয়ে বেশি বিধ্বংসী মেজাজে নেটে অনুশীলন করতে দেখা গেছে।

বুমরার ফিটনেস নিয়ে অনেকের মনেই সংশয় ছিল তবে বুমরাকে দেখা গেল নেটে অনেকক্ষণ বোলিং করতে। নেটে দীর্ঘক্ষণ ঘাম ঝরালেন ভারতের তারকা পেসার। তাকে বেশিরভাগ সময়ই দেখা গেছে গিলকে বল করতে। রিঙ্কু সিংকে বেশ অনেকটা সময় দেখা গেছে ফিল্ডিং সেশনে। তাছাড়াও অর্শদীপ ও তরুণ হর্ষিতকেও নেটে বল হাতে দেখা গেছে সেদিন। হার্দিককেও দেখা গেছে বেশ অনেকক্ষণ অনুশীলনে। তাছাড়াও অনুশীলনের পাশাপাশি তার নতুন স্টাইলও নজর কেড়েছে সবার (Team India)।
আরও পড়ুন: Kolkata AC Bus: বাসে লাগলো আগুন, শহরের মাঝপথে দাউদাউ করে জ্বলছে বাস
দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে তরুণদের দক্ষতার প্রশংসা করতে শোনা গেছে। তিনি বলেছেন ‘যখন আমার আশেপাশে এমন দারুণ দক্ষ প্লেয়ারদের দেখতে পাই, তখন স্বাভাবিকভাবেই আমার মুখে হাসি ফোটে। ওরা যেভাবে নিজেদের সবটা উজাড় করে দেয়, সেটাই তো আমি আমার দলের থেকে চাই।’ তাছাড়াও তিনি বলেন তরুণরা মাঠে খেলা এবং অনুশীলন করা দুটোই খুব উপভোগ করে।
আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ শুরু করতে চলেছে ভারত। ১৪ সেপ্টেম্বর ভারত পাক মহারণ আর তার আগে নিজেদের ঝালিয়ে নিতেই দেখা গেল গম্ভীর বাহিনীকে (Team India)।