ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রচণ্ড কাজের চাপ এবং ম্যানেজারের দুর্ব্যবহারের সহ্য করতে না পেরে এক ইঞ্জিনিয়ারের আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বেঙ্গালুরুতে (Techie suicide)। আর এই অভিযোগ তুলেছেন কয়েকজন সহকর্মীরা। গত ৮ মে বেঙ্গালুরুর আগার লেক থেকে ওলার তথ্যপ্রযুক্তি শাখা ক্রুট্রিম-এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিখিল সোমবংশীর (২৫) দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, তিনি আত্মঘাতী হয়েছেন। তবে ওই ঘটনার প্রায় দুই সপ্তাহ পর এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। শুরু হয় বিতর্ক। প্রাণবন্ত যুবক নিখিল ২০২৪ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ওই বছরই আগস্ট মাসে ওলার মালিকানাধীন সংস্থা ক্রুট্রিমে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করেন তিনি। ছাত্রজীবনেও পড়াশোনায় তুখোড় ছিলেন নিখিল।
কাজের চাপে আত্মহত্যা ইঞ্জিনিয়ারের? (Techie suicide)
ওই ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধারের দুই সপ্তাহ পরেই অভিযোগ উঠে, দুই সহকর্মী চাকরি ছাড়ার পরে প্রচণ্ড কাজের চাপ দেওয়া শুরু হয়েছিল নিখিলকে(Techie suicide)। তাতে ক্রমশ অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।ওই ফার্মের এক কর্মী, রেডিট-এ দাবি করেছেন, অতিরিক্ত কাজের চাপেই আত্মহত্যা করতে বাধ্য হন নিখিল। কিরগাওয়াকুটজো নামের একজন অভিযোগ করেছেন, ওই সংস্থার সিনিয়র ম্যানেজার, রাজকিরণ পানুগান্তি মার্কিন যুক্তরাষ্টে বসে কর্মীদের উপর অতিরিক্ত চাপ দিতেন। কর্মীদের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করতেন বলেও অভিযোগ। এই কারণেই আগেও ওই সংস্থার একাধিক কর্মী ইস্তফা দিতে বাধ্য হয়েছেন।
নতুন কর্মীদের প্রতি খারাপ ব্যবহার (Techie suicide)
তিনি আরও দাবি করেন, পানুগান্তি নিয়মিতভাবে নতুন নিয়োগপ্রাপ্তদের প্রতি খারাপ ভাষা ব্যবহার করতেন (Techie suicide)।তিনি প্রতিকূল এবং বিষাক্ত কর্মপরিবেশ তৈরি করতেন। এর ফলে ওই সংস্থার একাধিক কাজের টিম পদত্যাগ করতে বাধ্য হয়েছে।
ক্রুট্রিম-এর মুখপাত্রের প্রতিক্রিয়া (Techie suicide)
যদিও এই অভিযোগ খারিজ দিয়েছে ওই সংস্থা(Techie suicide)। ক্রুট্রিম-এর এক মুখপাত্র দাবি করেছেন, নিখিলের দেহ যখন উদ্ধার হয় তখন তিনি ছুটিতে ছিলেন। তাঁর দাবি, গত ৮এপ্রিল ম্যানেজারের কাছে ছুটির জন্য আবেদন করেন নিখিল। তাঁর কয়েকদিন বিশ্রাম দরকার বলে জানিয়েছিলেন। তাঁর সেই আবেদন মঞ্জুর করাও হয়। পরে ১৭ তারিখেই তিনি আগের থেকে ভালো আছে বলে জানিয়েও বিশ্রামের জন্য আরও কয়েকদিন বাড়তি ছুটি চেয়েছিলেন। সেই আবেদনও মঞ্জুর করা হয়।
আরও পড়ুন- PM Modi: ক্যানসার আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনা প্রধানমন্ত্রী মোদীর
অ্যানা সেবাস্টিয়ানের মৃত্যু (Techie suicide)
গত বছরের অগস্ট মাসেই ‘কাজের চাপে’ মৃত্যু হয়েছিল পুণের বহুজাতিক সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই)-এ কর্মরত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যানা সেবাস্টিয়ানের(Techie suicide)। এই ঘটনায় বিতর্ক শুরু হয় নানা মহলে। সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে চিঠিও লেখেন মৃতার মা। ওই ঘটনায় তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। ওই ঘটনার পর থেকে কর্পোরেটগুলিতে কাজের পরিবেশ বদলের জন্য সুর চড়াতে শুরু করেছেন অনেকে। তার মাঝেই ফের ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনা ঘটল।