ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জঙ্গল থেকে নাবালিকার দেহ উদ্ধার (Teenager body recovered)। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শিলিগুড়িতে। পরিবার সূত্রে খবর, উত্তরের প্রশাসনিক ভবন উত্তরকন্যার কাছে রাস্তার ধারের জঙ্গল থেকে কিশোরীর দেহ উদ্ধার করে তার প্রেমিক। সেখানে কী ভাবে পৌঁছোল সে, কী ভাবে তার মৃত্যু হল, রয়েছে প্রশ্ন।
ধর্ষণ করে খুন? (Teenager body recovered)
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ বান্ধবীদের সঙ্গে ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়েছিল বিরিয়ানি খাওয়ার নাম করে। অনেকটা সময় কেটে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হন পরিবারের লোকজন। বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় কিশোরী। পরে তাকে বাড়িতে নিয়ে আসে তার বন্ধু। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত (Teenager body recovered) বলে ঘোষণা করেন। ওই বন্ধুর দাবি, শিলিগুড়ির উত্তরকন্যার কাছে রাস্তার পাশে একটি জঙ্গলে মৃত অবস্থায় কিশোরীকে পেয়েছে সে।
আরও পড়ুন: Dead body Recovered: রাতভর পুরুষ বন্ধুর সঙ্গে পার্টি, সকালে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর দেহ
কিশোরের বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতার বয়স ১৪ বছর। সে ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় এনজেপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল রহস্য (Teenager body recovered)।
আরও পড়ুন: Jharkhand Train Accident: চাকরি জীবনের শেষ দিনেই ঝাড়খণ্ড রেল দুর্ঘটনায় প্রাণ গেল চালকের
এই ঘটনায় মঙ্গলবার রাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে জানা যায় নাবালিকার গলায় হাচরের দাগ রয়েছে (Teenager body recovered)। অন্যদিকে পরিবারের তরফ থেকে কিভাবে এই ঘটনা ঘটল? কে বা কারা জড়িত? তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তোলা হচ্ছে। ঘটনার পরের থেকেই নাবালিকার দুই বন্ধুকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ধর্ষণ করেই খুনের ঘটনা ঘটেছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।