ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগেই বিহার রাজনীতিতে নতুন টুইস্ট(Tej Pratap Yadav)। আসন্ন নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন লালুপ্রসাদ যাদবের ত্যাজ্য-পুত্র তেজপ্রতাপ যাদব। এই কথা তিনি নিজেই জানিয়েছেন। মহুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
তেজপ্রতাপ যাদবের বড় ঘোষণা (Tej Pratap Yadav)
কিছুদিন আগেই নিজের বাবার নির্দেশে দল রাষ্ট্রীয় জনতা দল থেকে আরজেডি থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি(Tej Pratap Yadav)। তারপরই তেজপ্রতাপ ঘোষণা করেছেন, বিহারের বিধানসভা ভোটে মহুয়া কেন্দ্র থেকে লড়বেন তিনি। তবে কোনও দলের টিকিটে নয়, নির্দল প্রার্থী হিসেবেই ভোটে দাঁড়াবেন তেজপ্রতাপ। এর আগে এই মহুয়া বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন তিনি। দল থেকে বহিষ্কৃত হলেও রাজনৈতিকভাবে সক্রিয় তিনি। নিজের কেন্দ্রে সভা-সমিতি করছেন। জনসংযোগও করেছেন। এবার টিম তেজপ্রতাপ নামের একটি সংগঠন তৈরি করেছেন তিনি।

টিম তেজপ্রতাপ যাদব (Tej Pratap Yadav)
সংবাদমাধ্যমকে তেজপ্রতাপ জানিয়েছেন, ভোটে প্রচারের জন্য তাঁর অনুগামী এবং সমর্থকরা তৈরি(Tej Pratap Yadav)। তিনি বলেন, ‘টিম তেজপ্রতাপ যাদব মানুষের কাছে পৌঁছনোর একটি মঞ্চ। আমি নিশ্চিত চাচা (নীতীশ কুমার) এবারে আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না। যে দলই সরকার তৈরি করুক না কেন, তারা যদি যুবসমাজ, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পক্ষে কথা বলে তাহেল তেজপ্রতাপ যাদব তাদের সমর্থন করবে। আমরা মহুয়া কেন্দ্র থেকে লড়াই করব। অনেক দলই ভোটে লড়ছে, তারা ইতিমধ্যেই জ্বলুনি টের পাচ্ছে।’
আরও পড়ুন-Indian Tourists: নজরে প্রধানমন্ত্রী মোদীর সফর! মলদ্বীপের ভাগ্যে কী শিকে ছিঁড়বে?
আরজেডি থেকে বহিষ্কার (Tej Pratap Yadav)
আরজেডি থেকে বহিষ্কারের পরই নিজের আলাদা রাজনৈতিক পরিচয় গড়ে তোলার চেষ্টায় নেমেছেন তেজপ্রতাপ(Tej Pratap Yadav)। টিম তেজপ্রতাপ যাদব নামে একটি ফেসবুক পেজ তৈরি করেছেন তিনি। সেখানে আরজেডি-র কোনও পতাকা অথবা প্রতীক নেই। নিজের গাড়ি থেকেও আরজেডি-র পতাকা সরিয়ে ফেলেছেন তিনি। অবশ্য কিছু দিন আগে থেকেই ইঙ্গিত মিলছিল বাড়ির অন্য সদস্যদের থেকে সরে এসে তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে চাইছেন। ফেসবুকে ইতিমধ্যেই ‘টিম তেজপ্রতাপ’ নামে একটি পেজও খোলা হয়েছে। এমনকী, নিজের গাড়ি থেকে আরজেডি-র পতাকাও সরিয়ে দিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজের জন্য আলাদা স্লোগানও তৈরি করেছেন তিনি।

আরও পড়ুন-Bangladesh Election: বাংলাদেশে নির্বাচন কবে? খুব শীঘ্রই ঘোষণা করতে পারেন ইউনূস
ঘটনার সূত্রপাত (Tej Pratap Yadav)
চলতি বছরেই তেজপ্রতাপের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়(Tej Pratap Yadav)। অনুষ্কা যাদব নামের এক তরুণীর সঙ্গে তাঁর ছবি পোস্ট করে লেখা হয়, ‘আমি তেজপ্রতাপ যাদব। আমার সঙ্গে যিনি আছেন তিনি অনুষ্কা যাদব। ১২ বছর ধরে পরস্পরকে চিনি আমরা, গভীর ভাবে ভালবাসি একে অপরকে। এত বছর ধরে আমাদের সম্পর্ক। সকলের সঙ্গে ভাগ করে নিতে চাইছিলাম, কিন্তু সঠিক শব্দ খুঁজে পাচ্ছিলাম না। আজ এই পোস্টের মাধ্যমে মনের জানলা খুলে দিলাম। আশাকরি আপনারা বুঝবেন।’ পরে যদিও পোস্টটি মুছে দেওয়া হয় এবং তেজপ্রতাপ দাবি করেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছিল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তারপরই লালু ছেলেকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
