ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাদব পরিবারে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে (Tejashwi Yadav) সুখবর এসেছে, যা পুরো পরিবারে আনন্দের বন্যা বয়ে দিয়েছে। রাজদলের প্রাক্তন সুপ্রিমো লালু প্রসাদ যাদব আবার ঠাকুরদা হলেন। তাঁর বড় ছেলে তেজস্বী যাদবের ঘরে এসেছে এক নতুন পুত্র সন্তান। এটি তেজস্বীর দ্বিতীয়বারের পিতৃত্ব, যা নিয়ে পুরো পরিবারে উচ্ছ্বাস চলছে। এই সুখবর কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে, যেখানে তেজস্বীর স্ত্রী গত কয়েক মাস ধরে ছিলেন।
অভিনন্দনের বার্তা (Tejashwi Yadav)
সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে (পূর্বে টুইটার) তেজস্বী যাদব (Tejashwi Yadav) নিজেই এই আনন্দঘন সংবাদ জানান এবং ইনস্টাগ্রামে নবজাতকের ছবি শেয়ার করেন। তিনি লেখেন, “শুভ সকাল! অবশেষে অপেক্ষার অবসান হলো…” উল্লেখ্য, মঙ্গলবার শিশুটির জন্ম হয়, যা তিথি অনুসারে ‘বড়া মঙ্গল’ অর্থাৎ শুভ দিন হিসেবেও গণ্য করা হচ্ছে। তাই তেজস্বী ‘জয় হনুমান’ বলে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কমেন্ট বক্সে অনেক শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ভেসে ওঠে।
বিশেষ মুহূর্তে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Tejashwi Yadav)
এই বিশেষ মুহূর্তে কলকাতায় পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা (Tejashwi Yadav) বন্দ্যোপাধ্যায়। তিনি তেজস্বীর পাশে দাঁড়িয়ে বলেন, “তেজস্বীর ঘরে পুত্রসন্তান এসেছে, যা এই প্রজন্মে তাদের পরিবারের প্রথম পুত্র সন্তান। সবাই খুব খুশি। লালুপ্রসাদ জি এবং রাবড়িজিও এসেছেন।” মমতা জানান, গত রাতে তেজস্বী তাঁকে মেসেজ করেছিলেন। তিনি আরও বলেন, “সামনে রাজ্যে নির্বাচন আছে, এই সন্তানের জন্ম যেন আশীর্বাদের মতো।” এছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তেজস্বীর স্ত্রী পুরো গর্ভকাল কলকাতাতেই ছিলেন এবং নিয়মিত যোগাযোগ রাখতেন।
জানান শুভকামনা
তেজস্বী যাদবের বোন রোহিনী আচার্যও এই আনন্দ ভাগ করে নেন। তিনি তেজস্বী ও তাঁর স্ত্রী রাজশ্রী যাদবকে আবার বাবা-মা হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে, লালু ও রাবড়িকে ঠাকুরদা ও ঠাকুরমা হওয়ার জন্য শুভকামনা জানান। বড় দিদি কাত্যায়নীকেও তিনি শুভেচ্ছা জানান এবং লিখেন, “জুনিয়র টুটুর জন্য অনেক ভালোবাসা ও আশীর্বাদ।”
দল থেকে বহিষ্কার
তবে এই আনন্দের মধ্যে আছেন যাদব পরিবারের আরেক সদস্য তেজপ্রতাপ যাদব। দুই দিন আগেই লালুপ্রসাদ যাদব তেজপ্রতাপকে তাঁর দল থেকে বহিষ্কার করেছেন। অভিযোগ ছিল, দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তাকে দল থেকে সরানো হয়েছে এবং আগামী ছয় বছর তিনি আর আরজেডির সঙ্গে কোনো যোগ রাখবেন না। এই ঘটনায় যাদব পরিবারের বাতাবরণ কিছুটা উত্তপ্ত রয়েছে।
সামগ্রিকভাবে, পরিবারের মধ্যে এই নতুন শিশুর আগমন এবং তেজস্বীর দ্বিতীয়বার পিতৃত্ব অর্জন নতুন আশার বাতাস নিয়ে এসেছে, যা কিছুদিনের অস্থিরতার মাঝে একটি সুখবর হিসেবে সবাই গ্রহণ করছে।