ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন টেলি অভিনেত্রী অঞ্জনা বসু। ‘উড়ান’ ধারাবাহিকে শাশুড়ির চরিত্রে অভিনয় করে বিপাকে!অভিনেত্রী অঞ্জনা বসুকে (Actress Anjana Basu) সবাই বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে চেনেন। অভিনেত্রীর অভিনয় যেমন দর্শকদের ভীষণ পছন্দ, তেমনই তিনি তার জীবনের অভিজ্ঞতা যখন শেয়ার করেন সেটাও দর্শকরা ভীষণ পছন্দ করেন।
অভিনেত্রীর দীর্ঘদিনের অভিনয় জীবনে একের পর এক সুন্দর চরিত্র দর্শকদের উপহার দিয়ে এসেছেন। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘উড়ান’ (Uraan )ধারাবাহিকে পূর্ণিমা(Purnima) চরিত্রে। এই চরিত্রটি একটি অন্য ধারার। চরিত্রে একটু ধূসর ছোঁয়া রয়েছে। আর এই চরিত্র নিয়ে দর্শকদের কাছ থেকে তিনি অনেক সমালোচনাও শুনছেন।
দর্শকরা অভিনেত্রীকে ‘বধূবরণে’ (Badhu Baran) শাশুড়ি চরিত্রের সঙ্গে ‘উড়ানে’ শাশুড়ির চরিত্র তুলনা করছেন।এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, বর্তমান সময়ে স্টার জলসায়( Star Jalsha) দুপুরবেলায় বধূবরণ আবার দেখানো হচ্ছে। তার সঙ্গে উড়ান রোজ রাত আটটার সময় দর্শক দেখছেনই। সেই কারণেই দর্শক বারংবার এই দুটি চরিত্রকে তুলনা করছেন।
তিনি শেয়ার করেছেন তাঁর জীবনের সবথেকে কঠিন মুহূর্তের কথা। ঠিক দু’বছর আগে অভিনেত্রী কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। সেই রোগ থেকে তিনি কীভাবে সুস্থ হবেন, আদৌ তিনি কোনও দিন সুস্থ হতে পারবেন কিনা, সেই চিন্তায় থাকতেন। এরকম কঠিন পরিস্থিতিতে অভিনেত্রী কোনও দিন ধৈর্য হারাননি বলেও জানিয়েছেন।
আরও পড়ুন: https://tribetv.in/pens-hospital-has-been-in-business-for-70-years-at-kolkata-dharmatala-areas/
টেলি অভিনেত্রী অঞ্জনা বসু গত দু বছর কোনও চরিত্রে অভিনয় করেননি। সেই সময় তিনি এক কঠিন রোগে আক্রান্ত হন। যার কারণে তিনি খুবই ভেঙে পড়েছিলেন, আবার নিজেই ঘুরে দাঁড়িয়েছেন। কঠিন সময়ে পরিবারের মানুষকে পাশে পেয়েছিলেন ঠিকই। কিন্তু তিনি তার পরিবারের মানুষদের নিজের সমস্যার জন্য বিরক্ত করেননি। দীর্ঘদিন পর অঞ্জনা বসু আবার অভিনয় জগতে ফিরে এসেছেন। উড়ানে তাঁর অভিনয় দর্শক মহলে সমালোচনার পাশাপাশি যথেষ্ট প্রশংসিত। যা একেবারে অস্বীকার করার জায়গা নেই।