ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোয় কেন মন খারাপ মিঠিঝোরার রাইয়ের? পুজো শুরু হতেই তার দেখা পাওয়া গিয়েছিল একটি পুজোর মন্ডপেই। পুজো মণ্ডপে দাঁড়িয়ে জানালেন অভিনেত্রী তাঁর মন খারাপের কথা। আরাত্রিকা মানে আপনাদের সবার প্রিয় মিঠিঝোরার রাই। পুজোতে মন কেন খারাপ অভিনেত্রীর? তার উত্তরেই অভিনেত্রী জানান, এই বছরে পুজোতে মাত্র দু’দিনের ছুটি পেয়েছেন শুটিং ফ্লোর থেকে। সেই কারণেই অভিনেত্রীর মনটা বেশ খারাপ।
আরেকটু বেশি দিনের ছুটি পেলেই অভিনেত্রী নিজের গাড়ি নিয়ে চলে যেতেন পাহাড়ে এবং পুজোর ছুটিটা পাহাড়েই কাটিয়ে আসতেন। গত বছর পুজোর সময়ও দেখা গিয়েছিল অভিনেত্রীকে পাহাড়ে ছুটি কাটাতে এবং তার সঙ্গী ছিলেন ফুলকি ধারাবাহিকের অভিনেত্রী দিব্যানী।
এইবছর পুজোর শুটিংয়ের চাপের জন্য বেশিদিনের ছুটি পায়নি অভিনেত্রী। মিঠিঝোরা ধারাবাহিকটি দর্শক মহলে বেশ জনপ্রিয়। এছাড়াও সিরিয়ালটি টিআরপির দৌড়েও বেশ খানিকটা এগিয়ে। সেই কারনে কাজের চাপও অভিনেত্রীর ওপর অনেকটা বেশি। এত কিছুর মাঝে তাঁর পুজোর কেনাকাটা ঠিকভাবে করে উঠতে পারেননি রাই ।
আরও পড়ুন: https://tribetv.in/tollywood-actress-rupsha-chatterjee-get-married-to-shayandeep/
অভিনেত্রী জানালেন তিনি একদিন রাত্রি বারোটার সময় গিয়েছিলেন ধর্মতলায় কেনাকাটা করতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন সেই সময় কিছুই কিনতে পারেনি অভিনেত্রী। তবে আারাত্রিকা তাঁর মা এর তরফ থেকে কয়েকটি শাড়ি উপহার পেয়েছেন। সেই শাড়িতেই তিনি কাটাবেন পুজো।
আরও পড়ুন: https://tribetv.in/television-actress-priyanka-get-knot-with-shubhajeet/
এরই সাথে অভিনেত্রী পরিকল্পনা করেছেন অষ্টমীর দিন তিনি সাজবেন সাবেকি সাজে। তিনি আরও জানান, এইবার যেহেতু তিনি ঘুরতে যেতে পারছেন না, তাই মন ভালো করার জন্য পুজোর মধ্যেই সপরিবারে কোনও রেঁস্তোরায় কবজি ডুবিয়ে খেতে যেতে পারেন ছোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী।