ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের বদলের হাওয়া লাল ম্যানচেস্টারে। ফের পদত্যাগ করলেন কোচ। কী হবে এবার? জানা গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ (Ten Hag Quits United) ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার পদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ম্যানচেস্টারের বিতর্কিত ২-১ গোলে হারার ঠিক একদিন পরে এই সিদ্ধান্ত জানা গিয়েছে। বিতরকিত এই পরাজয় ডাচ ম্যানেজারের দুর্দশাকে আরও বাড়িয়ে তোলে। সাম্প্রতিক অতিতে সমস্ত প্রতিযোগিতা জুড়ে ইউনাইটেড একটি অত্যন্ত সমস্যাজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে ফ্যান্দের মত।
আগেই ছড়িয়েছিল জল্পনা (Ten Hag Quits United)
টেন হ্যাগের ইস্তফার সম্ভাবনা আগেই তৈরি হয়েছিলও। সাম্প্রতিক দুটি মরসুমে ইউনাইটেডের হতাশাজকনক পার্ফরম্যান্সে ভক্তদের রোষানলে পড়েন তিনি। এরপরেই শুরু হয় জল্পনা।
নতুন কোচ কে?
ক্লাব তাকে সরিয়ে দেবে বলে মনে করা হলেও এবার টেন হ্যাগ নিজেই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। টেন হ্যাগের (Ten Hag Quits United) সিদ্ধান্তকে অফিসিয়ালি জানিয়ে পোস্ট করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই বিবৃতিতে তারা সহকারী ম্যানেজার রুড ভ্যান নিস্টেলরয়কে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ করবে বলে জানিয়েছে।
ইউনাইটেডের বিবৃতি (Ten Hag Quits United)
ইউনাইটেডের বিবৃতিতে বলা হয়েছে, “এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডের পুরুষদের প্রথম দলের ম্যানেজারের পদ থেকে ইস্তফা দিয়েছেন… স্থায়ি কোচ নিয়োগের আগে পর্যন্ত রুড ভ্যান নিস্টেলরয় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসাবে দলের দায়িত্ব নেবেন”।
আরও পড়ুন: Indian Squad for Australia Tour: ঘোষণা হয়ে গেল ভারতীয় দল, অস্ট্রেলিয়া সফরে বাদ শামি-কুলদীপ!
ইউনাইটেডের সঙ্গে টেন হ্যাগের হিট-এন্ড-মিস (Ten Hag Quits United)
এরিক টেন হ্যাগ ২০২২ সালের এপ্রিলে অ্যায়াক্স থেকে এসে চাপের মুখে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। শুরুতে তার কোচিং-এ সাফল্যের মুখ দেখে ইউনাইটেড। তার কোচিং-এ দুটি ঘরোয়া ট্রফিও জেতে রেড ডেভিল-রা। ২০২৩ সালে তারা কারাবাও কাপ জেতে এবং ২০২৪ সালে জেতে এফএ কাপ।
যদিও, এই পরিবর্তন দীর্ঘস্থায়ী ছিল না। কারাবাও কাপ এবং এফএ কাপের সাফল্যকে প্রিমিয়ার লিগ বা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপার মতো ইউরোপীয় প্রতিযোগিতার সাফল্যে পরিণত ক্রতে পারেননি টেন হ্যাগ।
রেলিগেশনের মুখে ইউনাইটেড! (Ten Hag Quits United)
গত মরসুমে প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে শেষ করে ইউনাইটেড। এই মরসুমে তাদের অবস্থা আরও খারাপ। বর্তমানে ইউনাইটেডলিগের ১৪তম স্থানে রয়েছে। এটি রেলিগেশন জোন থেকে মাত্র তিন ধাপ উপরে।
আরও পড়ুন: Commonwealth Games 2026: ভারতের হতাশা বাড়িয়ে কমনওয়েলথ গেমস শুরু আগেই বাদ ৯ প্রতিযোগিতা!
ট্রান্সফার উইন্ডো (Ten Hag Quits United)
২০২৪ সালের গ্রীষ্মকালের ট্রান্সফার উইন্ডোতে ম্যানুয়েল উগার্তে, ম্যাথিয়াজ ডি লিট, লেনি ইয়োরো এবং নৌসাইর মাজরাউইয়ের মতো খেলোয়াড়দের ইউনাইটেডে আনার জন্য উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা সত্ত্বেও, টেন হ্যাগ এখনও জয়ের রাস্তা খুঁজে পাননি।
নতুন দায়িত্বে রুড ভ্যান নিস্টেলরয় (Ruud Van Nistelrooy)
ইউনাইটেডেরই প্রাক্তন তারকা রুড ভ্যান নিস্টেলরয় এবার ইউনাইটেডের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। বর্তমান কোচিং স্টাফরাই তাকে সাহায্য করবেন বলে জানা গিয়েছে। যতদিন না নতুন কোনও স্থায়ি কোচ খুঁজে পাচ্ছে দল ততদিন এই দায়িত্বে থাকবেন তিনি। ভক্তরা আশাবাদী যে ক্লাবের উত্তরাধিকার এবং সংস্কৃতির সঙ্গে নিস্টেলরয়ের পরিচিতি দলে স্থিতিশীলতা আনবে। ইউনাইটেডের এই চ্যালেঞ্জিং সময়ে, সকলের দৃষ্টি এখন ভ্যান নিস্টেলরয়ের উপরে। তার উপরে চাপ থাকবে দ্রুত দলকে জয়ের রাস্তায় ফেরানোর।
ভ্যান নিস্টেলরয় চিত্তাকর্ষক অভিষেক হয় PSV-এর প্রধান কোচ হিসেবে। এরপরে সহকারী কোচ হিসেবে এই মোরসুমের আগে ইউনাইটেড যোগ দেন তিনি।