Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টানা বৃষ্টির ফলে টেক্সাসের দক্ষিণ-পশ্চিম অংশে গুয়াদালুপে নদীতে আচমকা হড়পা বান নামে গত শুক্রবার (Texas Flash Flood)। নদীর জলস্রোতের তোড়ে ভেসে যান বহু মানুষ। তীব্র স্রোতে ভেসে গিয়েছে বসতি, ক্যাম্প, গাড়ি— এমনকি মানুষজনও। এখনও পর্যন্ত ১১১ জনের দেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৯০ জনই কেরভিল এলাকার বাসিন্দা। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বুধবার জানান, এখনও ১৭৩ জন নিখোঁজ, যার মধ্যে শুধু কের কাউন্টিতেই ১৬১ জন। নিখোঁজদের মধ্যে রয়েছে ‘সামার ক্যাম্প’-এ অংশ নেওয়া ছয়জন ছাত্রছাত্রীও, যাঁরা নদীর ধারে তাঁবুতে অবস্থান করছিল।
উদ্ধারের ক্ষীণ আশা, প্রস্তুত সেনাবাহিনী (Texas Flash Flood)
উদ্ধার অভিযান শুরু হয়েছে ঘটনার পর থেকেই (Texas Flash Flood)। চিনুক ও ব্ল্যাক হক হেলিকপ্টার-সহ ১২টি সামরিক হেলিকপ্টার এবং রিপার ড্রোন মোতায়েন করা হয়েছে নিখোঁজদের সন্ধানে। তবে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা ক্ষীণ, বলছে উদ্ধারকারী দল। গভর্নর অ্যাবট বলেন, “একজন মানুষ বাঁচলেও আমরা থামব না। যতক্ষণ না সব নিখোঁজের হদিশ মিলছে, অভিযান চলবেই।”
মৃত্যুর আশঙ্কায় ‘সামার ক্যাম্প’ ছাত্রীরা (Texas Flash Flood)
হড়পা বানের জেরে সবচেয়ে বিপন্ন অবস্থায় পড়েছে একটি স্কুলের সামার ক্যাম্প। নদীর ধারে তাঁবুতে থাকা একাধিক ছাত্রছাত্রী বানের জলে ভেসে গিয়েছে বলে আশঙ্কা। এখনও তাঁদের কারও দেহ উদ্ধার হয়নি, তবে সবাই নিখোঁজ তালিকায় রয়েছেন। স্থানীয় সূত্রে বলছে, তারা হয়তো আর বেঁচে নেই।

পাশের রাজ্য নিউ মেক্সিকোতেও বিপর্যয় (Texas Flash Flood)
এই দুর্যোগের মধ্যেই মঙ্গলবার হড়পা বান আছড়ে পড়ে নিউ মেক্সিকো রাজ্যের রুডিওসো এলাকায় (Texas Flash Flood)। সেখানে তিন জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুই শিশু রয়েছে। প্রশাসনের দাবি, নতুন করে ঝুঁকির সম্ভাবনা আপাতত নেই।

আরও পড়ুন: Jaguar Fighter Jet Crash : রাজস্থানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল IAF-এর Jaguar যুদ্ধবিমান!
দেহের সংখ্যা দ্বিগুণ হতে পারে (Texas Flash Flood)
দুর্যোগের বিস্তৃতি এতটাই যে এখনও পর্যন্ত অনেক দেহ উদ্ধারই হয়নি(Texas Flash Flood)। উদ্ধারকারীদের মতে, ক্ষতিগ্রস্ত এলাকায় জলের নিচে আরও বহু দেহ থাকতে পারে। সে ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলেই আশঙ্কা। টেক্সাসের এই প্রাকৃতিক বিপর্যয় সাম্প্রতিক কালের অন্যতম ভয়ঙ্কর ঘটনা হয়ে উঠেছে (Donald J. Trump)। নিখোঁজদের প্রতি পরিবারের উৎকণ্ঠা এবং উদ্ধারকারীদের ক্লান্তিহীন প্রচেষ্টা এই বিপর্যয়ের মানবিক দিককে সামনে এনে দিয়েছে। ‘সামার ক্যাম্প’-এর শিশুদের সম্ভাব্য মৃত্যু ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিক হয়ে দাঁড়িয়েছে। এখন গোটা দেশের নজর আগামী কয়েক দিনের উদ্ধারকাজের দিকে।