Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ দ্য বেঙ্গল ফাইলস ‘ (The Bengal Files) ছবির প্রচারে চরম অশান্তি। ছবিটির ট্রেলার প্রদর্শন করতে দেওয়া হল না। কী কারণে বেঙ্গল ফাইলস মুক্তির আগে এত বড় সমস্যা হল ? পরিচালক বিবেক অগ্নিহোত্রী ( Vivek Agnihotri) ও আরও অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আইটিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ছবির ঝলক দেখানো যাবে না। কী কারনে বন্ধ করা হয় ছবির ট্রেলার ? কী মনে করছেন পরিচালক ?
বন্ধ হওয়ার কারণ কী? (The Bengal Files)
শনিবার কলকাতার বিলাসবহুল হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলসে’র ট্রেলার মুক্তির (The Bengal Files) কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিপত্তি ঘটে । শুরু হয় হইচই । বারবার বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। তবে অনুষ্ঠান কেন বন্ধ করা হচ্ছে ? সে প্রসঙ্গে অবশ্য আইটিসির পক্ষ থেকে বলা হয়নি। ম্যানেজারকে জিজ্ঞেস করা হলে তিনিও মুখ লুকিয়ে পালিয়ে যান। দ্বিতীয়বার কলকাতা পুলিশ বন্ধ করে দেয় অনুষ্ঠানটি।
পুলিশ জড়ো হওয়া (The Bengal Files)
বেশ কিছুক্ষণ চলে দ্বন্দ্ব। প্রদর্শন কক্ষে শুরু হয় ঝামেলা (The Bengal Files)। জানা গিয়েছে, কোনও কারণ ছাড়াই প্রদর্শন কক্ষে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। এমনকি সকাল থেকে প্রচুর পুলিশ জড়ো হয়। পরিচালক অগ্নিহোত্রী মনে করেন এত পুলিশ কিসের জন্য? তিনি বলেন,” আমরা চোর ডাকাত নই। আমরা ছবি বানাই। সত্যজিৎ রায়ের মাটিতে এমন পরিস্থিতির মুখোমুখি হব তা ভাবিনি।”
সিজ করা হয় ল্যাপটপ
অনুষ্ঠান চালানো হলে দ্বিতীয়বার কলকাতা পুলিশের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। কলকাতা পুলিশের দাবি, কলকাতা পৌরসভার অনুমতি ছাড়াই অনুষ্ঠান করা হয়েছিল। তাই বাধা দিয়েছে পুলিশ। পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেন, যদি আইটিসির সমস্যা ছিল, তবে প্রথম থেকে বলা উচিত ছিল। এত বড় অনুষ্ঠানের আয়োজন কি অনুমতি ছাড়া সম্ভব? প্রশ্ন পরিচালকের। এমনকি ল্যাপটপ সিজ করে দেওয়া হয়েছে। যেখানে ট্রেলার ছিল, ১৫ মিনিটের ডকুমেন্ট ছিল ,যেটা দেখানোর কথা ছিল , সবই সিজ করে দেওয়া হয়।
আরও পড়ুন: Heavy Rain in Mumbai: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, জলের তলায় রেললাইন!
সঠিক কারণ কী?
অবশ্য পরিচালক অনুষ্ঠান মঞ্চে জানিয়ে ছিলেন, মাল্টিপ্লেক্স এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কোনও এক কারনে বাধা দেওয়া হয়েছে। সেজন্য অনুষ্ঠানের জায়গা বদলে পাঁচতারা হোটেলে ঠিক করা হয়। তবে কী জন্য অনুষ্ঠানটি বন্ধ হল বা ল্যাপটপ সিজ করা হল ,তা অবশ্য জানা যায়নি। ৫ সেপ্টেম্বর ‘দ্য বেঙ্গল ফাইলস ‘ মুক্তি। আজ অর্থাৎ শনিবার ছবির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। তবে কি কারণে হল না বা কারা বন্ধ করতে চাইছেন, সব কিছু প্রশ্নের উত্তর এখন অধরা।