ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্ষা কেটেছে কিন্তু সংক্রমণ কাটেনি। পরশি দেশে ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর তালিকাও। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছিল গত বছর। ভয় ধরাচ্ছে এই বছরের ডেঙ্গু পরিস্থিতিও। চলতি বছর বাংলাদেশে (Bangladesh) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গতবছরের তুলনায়ও বেশি।
বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। নানা পদক্ষেপ সত্ত্বেও ডেঙ্গুর প্রকোপ কমছেই না। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১৭ জনের। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গতবছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছিল। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন।
আরও পড়ুন: https://tribetv.in/deadbody-recovered-in-purulia/
বাংলাদেশে ডেঙ্গুতে (Dengue Cases) চলতি বছর প্রথম ৯ মাসে ১৬৩ জন মারা গেছেন। এর মধ্যে শুধু গত সেপ্টেম্বরেই মারা গেছেন ৮০ জন। আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে। একই মাসে প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশের বেশি হারে বেড়েছে। অনেকের ধারণা রোগটি বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রক। প্রতিটি কমিটিতে দেশের তিনজন বিশেষজ্ঞকে সদস্য করা হয়েছে।
জনস্বাস্থ্যবিদরা বলেন, বাংলাদেশে জুলাই ও অগাস্ট মাসে ডেঙ্গুর নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজগুলো তেমন হয়নি। এখন ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে অগাস্ট ও সেপ্টেম্বরের অতিবৃষ্টি একটি বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। কিন্তু এবার জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। যদিও অগাস্টে স্বাভাবিকের চেয়ে ৪৬ ভাগ বেশি বৃষ্টি হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকারের একটি সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। কিন্তু, সেই সমন্বয় হয়নি। প্রতিবছর স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা তিন দফায় ডেঙ্গুর লার্ভা জরিপ করে তা স্থানীয় সরকারের প্রতিষ্ঠান গুলোকে দেয়। এবছর ফেব্রুয়ারিতে বর্ষা পূর্ব জরিপ হয়েছিল। কিন্তু বর্ষা ও বর্ষা পরবর্তী জরিপ হয়নি।
আরও পড়ুন: https://tribetv.in/complaint-of-harassing-the-doctor-on-duty-again/
গত ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বাড়ে অগাস্ট মাসে। কিন্তু, ২০২১ সাল থেকে সেই চিত্রের কিছুটা পরিবর্তন হচ্ছে। এখন ডেঙ্গু রোগীর সর্বোচ্চ সংখ্যা সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে হচ্ছে। ২০২২ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ হয় অক্টোবর মাসে। এবারও এ মাসে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার কারণ আগের মাসগুলোর অস্বাভাবিক বৃষ্টি।