Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার ফের দেশের শেয়ার বাজার ফিরল সবুজে। কিন্তু মূল সূচকগুলিতে তেমন গতি দেখা যায়নি(Stock Market)। সকালে বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৮১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় ৮৩৭৮৮। এদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫৬ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ২৫৫৭৩-এর স্তরে।দিনের শেষে ২৫,৫০০-এর উপরেই শেষ করল নিফটি ৫০। সেনসেক্স দাঁড়ালো ৮৩,৬০০ পয়েন্টের উপরেই।
দিনভর ট্রেন্ডিং (Stock Market)
মঙ্গলবার শুরুর দিকে অনেকটা উঠলেও সেই ধারা বাজার শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সেনসেক্স ও নিফটি(Stock Market)। দিনভর ট্রেডিংয়ের পর সেনসেক্স ৯০.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৩,৬৯৭.২৯ পয়েন্টে। অন্যদিকে, নিফটি ৫০ সূচক ২৪.৭৫ বেড়ে শেষ করেছে ২৫,৫৪১.৮০ পয়েন্টে।এদিন ব্যাঙ্ক নিফটি ১৪৬.৭০ পয়েন্ট বেড়ে শেষ করেছে ৫৭,৪৫৯.৪৫ পয়েন্টে।এদিন নিফটি মিডক্যাপ১০০ এবং নিফটি স্মলক্যাপ১০০ -এর সূচক প্রায় ০.১০ শতাংশ পর্যন্ত নিম্নগামী হয়েছিল।

লাভবান সেক্টর (Stock Market)
মঙ্গলবার সবচেয়ে বেশি বৃদ্ধি পায় নিফটি ব্যাঙ্ক, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি মেটাল, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার, এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক(Stock Market)।অন্যদিকে, সেক্টরগুলির মধ্যে নিফটি অটো, নিফটি আইটি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি এফএমসিজি, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, এবং নিফটি সার্ভিসেস সেক্টরের সূচক নিম্নগামী হয়েছিল।
আরও পড়ুন-PM Modi: লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি! ৮ দিনে ৫ দেশে বিশেষ সফর প্রধানমন্ত্রী মোদীর
লাভ-ক্ষতির খতিয়ান (Stock Market)
এদিন মুনাফার নিরিখে শীর্ষে ছিল ব্লু ডার্ট, রেমন্ড, আইডিএফসি ফার্স্ট ব্য়াঙ্ক, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক, অম্বর এন্টারপ্রাইজেস ইন্ডিয়া, এইচবিএল পাওয়ার, জেপি পাওয়ার, ব্লু স্টার, এনডুরান্স টেক, ক্রেডিটঅ্যাক্সেস গ্রামীণ, অলেকট্রা গ্রিনটেক, অ্যাপোলো হসপিটালস এবং সিরমা এসজিএস টেকনোলজির শেয়ার(Stock Market)। আজ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে করমণ্ডল ইন্টারন্যাশনাল, ক্যাপলিন পয়েন্ট, অথম ইনভেস্টমেন্ট, গো ডিজিট জেনারেল ইন্সুরেন্স, জেএসডাব্লু হোল্ডিংস, হোম ফার্স্ট ফিনান্স, পিজি ইলেকট্রোপ্লাস্ট, পিটিসি ইন্ডাস্ট্রিজ, এজিস লজিস্টিকস, এসবিএফসি ফিনান্স এবং এবিবি পাওয়ারের শেয়ারে।

আরও পড়ুন-Air India Flight: ফের বিপদে এয়ার ইন্ডিয়া! টেক-অফের পরেই ৯০০ ফুট নেমে আসে বিমান
কোন কোন স্টকে লাভ (Stock Market)
মঙ্গলবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৩০২০ টি স্টক ট্রেড করেছে(Stock Market)। এর মধ্যে ১৪৯১ টি স্টকের দাম ঊর্ধ্বগামী হয়েছিল। ১৪৫২ টি স্টকে পতন দেখা গিয়েছে। ৭৭ টি স্টকের দাম আজ অপরিবর্তিত ছিল। ৯৬ টি স্টকের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চে পৌঁছয়। ২৪ টি স্টকের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্নে ছিল। ১১৯ টি স্টকের দাম ছিল আপার সার্কিটে। ৪৩ টি স্টকের দাম ছিল লোয়ার সার্কিটে।
