ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্ষাকালীন অধিবেশনকে ‘অপারেশন সিঁদুর-এর বিজয়োৎসব হিসাবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Vijay Utsav)।সোমবার অধিবেশনের শুরুতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরে ১০০ শতাংশ সাফল্য এসেছে। ভারতীয় সেনার শক্তি দেখেছে গোটা বিশ্ব। পাশাপাশি মহাকাশচারী শুভাংশু শুক্লার সাফল্য নিয়েও মুখ খুলেছেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের পতাকা (Vijay Utsav)
অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা, ভোটার লিস্ট নিয়ে নির্বাচন কমিশনের নতুন নীতি, যুদ্ধ থামানো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বিশেষ দাবি জানাবে বিরোধী দলগুলি(Vijay Utsav)। তবে তার আগেই সংসদ চত্বরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সামনে একাধিক বিষয়ে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাদল অধিবেশন আমাদের কাছে বিজয়োৎসবের মতো। এই প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের পতাকা উড়েছে, সেটা প্রত্যেক ভারতীয়ের কাছে গর্বের বিষয়। তাই প্রত্যেক সাংসদ একসুরে এই কীর্তির প্রশংসা করবেন।’ তিনি আরও বলেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্ম এবং আসন্ন মহাকাশ অভিযানের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বৃহত্তম অর্থনীতির দেশ (Vijay Utsav)
তিনি আরও দাবি করেন, ‘২০১৪ সালে দেশবাসী আমাদের উপর যে দায়িত্ব তুলে দিয়েছিল, তা আমরা পালন করেছি(Vijay Utsav)। দেশ অতি দ্রুত তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে এগিয়ে চলেছে।’ কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের নাম না করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৪ সালের আগে আমরা ছিলাম ১০ নম্বরে। ১১ বছর বাদে ভারত বিশ্ব অর্থনীতিতে তিন নম্বর স্থান অর্জনের দিকে এগোচ্ছে। ২৫ কোটি ভারতীয় দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। মুদ্রাস্ফীতি আগে ছিল দুই অঙ্কের ঘরে। এখন দুই শতাংশের আশেপাশে নেমে এসেছে।’
আরও পড়ুন-College Student: ‘মানসিক চাপে ছিল মেয়ে!’ ফের কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে বিস্ফোরক বয়ান বাবার
অপারেশন সিঁদুরের সাফল্য (Vijay Utsav)
শুভাংশুর পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা দুনিয়া ভারতীয় সেনার শক্তি দেখেছে(Vijay Utsav)। মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গিনেতাদের বাড়ি একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ১০০ শতাংশ নিশানায় সফলভাবে আঘাত হানা হয়েছে। মেড ইন ইন্ডিয়া সামরিক শক্তি দেখে মুগ্ধ গোটা বিশ্ব। ভারতে তৈরি যুদ্ধাস্ত্রের দিকে গোটা বিশ্বের ঝোঁক বাড়ছে।’ এছাড়াও মাওদমন কমাতে কেন্দ্রের সক্রিয় ভূমিকার কথাও উঠে আসে প্রধানমন্ত্রী মোদীর ভাষণে। তিনি বলেন, ‘মাওবাদ-নকশালবাদ দেশ থেকে দ্রুত নির্মূল হচ্ছে। আমাদের নিরাপত্তা রক্ষীরা মাওবাদীদের সফলতার সঙ্গে নিকেশ করছে। বর্তমান ভারতে মাওবাদীদের প্রভাব ক্রমশ কমছে। বোমা-বন্দুকের সামনে জিতছে দেশের সংবিধান।’

আরও পড়ুন-Wife kills husband: দেওরের সঙ্গে মিলে স্বামীকে ইলেকট্রিক শক স্ত্রীর, দিল্লিতে হাড়হিম ঘটনা
ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Vijay Utsav)
মহাকাশ থেকে সফলভাবে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা(Vijay Utsav)। গত মঙ্গলবার প্রশান্ত মহাসাগরে তিনি মহাকাশ থেকে ফিরেছেন। দুপুর ৩ টের পর মহাকাশ থেকে সাগর জলে ডুব দেন শুভাংশু। গোটা বিষয়টি দেখভাল করেছে নাসা।১৮ দিন ধরে মহাকাশে থাকার পর ভারতীয় মহাকাশচারীকে নিয়ে এখন সকলের আগ্রহ তুঙ্গে। তবে কবে তিনি আসবেন ভারতে। এবিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, ভারতে শুভাংশু শুক্লা আসবে ১৭ আগস্ট। তিনি আরও বলেন, বর্তমানে নাসা তার খেয়াল রাখছে। তবে ভারতে দ্রুত আসবেন শুভাংশু শুক্লা।
