Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : শুক্রবার সকালে রাজধানীতে বোমাতঙ্ক(Bomb Threats), এবার বিস্ফোরণে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি। হুমকি ইমেইল পাওয়ার পরই গোটা আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলে দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড পৌঁছেছে। এদিন এজলাসে শুনানি শুরু হতেই হাইকোর্টের(Delhi High Court) অফিসিয়াল আইডিতে বোমা মেরে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি ইমেইল মারফত আসতেই এজলাস থেকে উঠে যান বিচারপতি-সহ সব পক্ষ। কোর্ট রুমের বাইরে বেরিয়ে আসেন আইনজীবীরাও।
পুলিশ সুত্রে কী জানা যাচ্ছে? (Bomb Threats)
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকি ইমেইলটি হিন্দিত ও ইংরেজিতে লেখা হয়েছে(Bomb Threats)। দুপুর দু’টোর পর তিনটি বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি পাঠানো হয়েছে তা খোঁজার চেষ্টা চলছে। আপাতত দিল্লি হাইকোর্টের সব কক্ষের শুনানি বন্ধ। এর পিছনে কোনও সন্ত্রাসবাদি সংগঠনের যোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে।
শুক্রবার দিল্লি ও বম্বে হাইকোর্টে বোমা হামলার হুমকির ই-মেল পৌঁছানোর পর ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। দ্রুত উচ্চ সতর্কতা জারি করে আদালত চত্বর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিচারপতি, আইনজীবী, মামলাকারী এবং কর্মচারীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। সমস্ত শুনানি স্থগিত করা হয়।
দিল্লি হাইকোর্টে তিন বোমার দাবি(Bomb Threats)
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, একটি ই-মেল বার্তায় দাবি করা হয় যে আদালতের ভেতরে তিনটি বোমা রাখা হয়েছে এবং দুপুর ২টার মধ্যে প্রাঙ্গণ খালি না করলে বিস্ফোরণ ঘটানো হবে। তবে কোথায় বোমা রাখা হয়েছে তা স্পষ্ট করা হয়নি(Bomb Threats)। বার্তায় বিভিন্ন অসংলগ্ন রাজনৈতিক মন্তব্য এবং পাকিস্তানের আইএসআই-কে জড়িয়ে ষড়যন্ত্রের কথাও উল্লেখ করা হয়।

আরও পড়ুন : Coast Guard Global Summit : রোমে চতুর্থ কোস্ট গার্ড গ্লোবাল সামিটে যোগ দিচ্ছে ভারত
তাৎক্ষণিক তল্লাশি অভিযান
দিল্লি ও বম্বে হাইকোর্টে বোমা নিষ্ক্রিয়করণ ও অনুসন্ধানী দল (BDDS) দ্রুত মোতায়েন করা হয়। পুরো এলাকা ঘিরে রেখে টানা তল্লাশি চলে। আদালতের ভেতরে ও বাইরে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ।
বিতর্কিত বার্তার বিষয়বস্তু(Bomb Threats)
ই-মেলে দাবি করা হয়, “সেকুলার দলগুলো পরিবারতান্ত্রিক রাজনীতি ও দুর্নীতির মাধ্যমে টিকে থাকে(Bomb Threats)। উত্তরাধিকারীরা (রাহুল গান্ধী, উদয়নিধি) ক্ষমতায় আসতে না পারলে তারা আর RSS বিরোধিতায় সক্রিয় থাকে না।” এতে আরও লেখা হয় যে ডিএমকে-তে নেতৃত্ব নেওয়া উচিত ডা. এঝিলান নাগানাথনের, আর উদয়নিধি স্ট্যালিনের পুত্র ইনবানিধির উপর এসিড হামলার হুমকি দেওয়া হয়।
হুমকির বার্তায় আরও বলা হয়, ২০১৭ সাল থেকে পুলিশের ভেতরে “অ্যাসেট” বসানো আছে এবং শুক্রবার জুমার নামাজের পর বিস্ফোরণ ঘটানো হবে। এমনকি প্রাক্তন আমলা শাহ ফয়সলকে পাকিস্তানের আইএসআই-এর সঙ্গে যুক্ত করার অভিযোগও করা হয়।
আরও পড়ুন : Brahmos Missile : ফিলিপিন্সে পৌঁছাতে চলেছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের শেষ ব্যাচ
বম্বে হাইকোর্টেও হুমকি
বম্বে হাইকোর্টে পৌঁছানো হুমকি সংক্রান্ত বিস্তারিত স্পষ্ট নয়(Bomb Threats)। তবে প্রাথমিকভাবে জানা গেছে, দিল্লি হাইকোর্টে পাঠানো একই ই-মেল সম্ভবত বম্বে হাইকোর্টেও পাঠানো হয়েছে।
বারবার ভুয়া হুমকি(Bomb Threats)
সাম্প্রতিক মাসগুলোতে দিল্লি, মুম্বই এবং এনসিআর অঞ্চলের নানা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে একের পর এক বোমা হামলার হুমকি আসছে(Bomb Threats)। পুলিশ জানিয়েছে, এ ধরনের অনেক হুমকি পূর্বেও ভুয়া প্রমাণিত হয়েছে। তবে সতর্কতার স্বার্থে প্রতিটি ক্ষেত্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।