ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটি ছবিতেই দেখতে পাবেন বলিউডের (Bollywood ) তিন স্টারকে (Three Khan in One Film)। বলা হচ্ছে, তিন খানের কথা। শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan) আর আমির খান (Aamir Khan)। তিন খানের অনুরাগীদের বহুদিনের প্রত্যাশা। তিন জনকে একটি ছবিতে দেখা যাবে। সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, গুঞ্জন হয়েছে। এমনকি বাজেট নিয়েও কথা হয়েছে।
ভাঙছে ধারণা (Three Khan in One Film)
কেউ কেউ বলেছেন, তিন খানকে একটি ছবিতে (Three Khan in One Film) রাখতে গেলে, প্রচুর বাজেট দরকার। সেই বাজেট প্রযোজকদের নেই। সেই ধারণা কি তবে এবার ভাঙতে চলেছে? আর বেশি দেরি নয়। হয়ত খুব শীঘ্রই নতুন ছবিতে এই তিন খানকে একসঙ্গে অভিনয় করতে দেখতে পাবেন। মাস ছয়েক আগেই চুক্তি হয়েছে।
অনেক দিনের দাবি (Three Khan in One Film)
বলিউডের যত হিট কিংবা যতই বড় তারকাদের নিয়ে সিনেমা হোক না কেন। যখন প্রসঙ্গ ওঠে শাহরুখ, সলমন আর আমির, এনারা একসঙ্গে জুটি বাঁধবেন (Three Khan in One Film)। অনুরাগীদের কাছে এর থেকে বড় খবর আর কী হতে পারে? শুধু ভারতেই নয়। ভারতের বাইরে গোটা বিশ্বে, এই তিন খানের প্রচুর অনুরাগী রয়েছেন। তিন দশকেরও বেশি ধরে ইন্ডাস্ট্রিতে রমরমিয়ে কাজ করছেন। এই তিন খানকে একসঙ্গে দেখা সকলের মনের একটা বড় আকাঙ্ক্ষা। এবার সেই স্বপ্ন সত্যি হবে। শাহরুখ আমির আর সলমনকে একসঙ্গে একটি ছবিতে দেখতে পাবেন।
আরও পড়ুন: Iman Chakraborty: বাংলায় থেকে বাংলা গান শুনবে না, এসব ভন্ডামি! প্রতিবাদ ইমনের
আমির খানের দাবি
সম্প্রতি আমির খান এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সবার সামনে আনলেন। অভিনেতা জানালেন, শাহরুখ সলমন আর তাঁর মধ্যে ইতিমধ্যেই একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। তিন জনই একটি ছবিতে একসঙ্গে কাজ করতে রাজিও হয়েছেন। ছবিটি কী? কবে থেকেই বা শুরু হচ্ছে শুটিংয়ের কাজ? বিষয়টা আসলে অতটাও গভীরে যায়নি। আমির খানের কথায়, এই কাজে বেশ কিছু সমস্যা রয়েছে। এখনও পর্যন্ত তিন খানকে নিয়ে কাজ করার জন্য কোনও ভালো চিত্রনাট্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: Adrit Roy: সিনেমার অফার ফিরিয়ে ধারাবাহিককেই বাছলেন আদৃত! কিন্তু কেন?
হয়েছে আলোচনা
আমির খান প্রথমে এই বিষয় নিয়ে কথা বলেছিলেন। তিন জন ছয় মাস আগে এই বিষয়ে আলোচনা করেন। তারপর শাহরুখ আর সলমনকে আমির বলেছিলেন, “আমরা তিন জনই একসঙ্গে একটা ছবি না করলে সত্যি খুব খারাপ হবে”। আমির মনে করেন, সলমন আর শাহরুখ দুজনেই এই বিষয়ে একেবারেই সহমত। সলমন আর শাহরুখও একই ভাবে মনে করেন, তাদের তিনজনের একসঙ্গে একটা ছবি করা উচিত। কিন্তু ঠিকঠাক গল্প পাওয়া যাচ্ছে না। তাই কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। তবে তিনি বিষয়টা নিয়ে ভীষণ উত্তেজিত। এর আগেও আমির খান কিন্তু ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে বলেছিলেন। যদি সত্যিই এমনটা হয়, তবে সেটা হবে কোটি কোটি ভক্তের স্বপ্ন পূরণ। আর তাছাড়া এই ছবির জন্য একটা বড় বাজেট প্রয়োজন। তবে তিনি আশাবাদী, সবটাই ভালো হবে।