ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবারই গভীর রাতে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় পহেলগাঁও (Pahalgam Attack) হামলার এক সন্দেহভাজন জঙ্গি আদিল হুসেন ঠোকরের বাড়ি৷ বুলডোজদার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল আরেক সন্দেহভাজন আসিফ শেখের বাড়িও৷ তারপর শনিবার কাশ্মীরের দু’টি জায়গায় নিশ্চিহ্ন করে দেওয়া হল পহেলগাঁও হামলার আরও তিন সন্দেহভাজন জঙ্গির বাড়ি৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামার এহসান উল হক, সোপিয়ানের সাবির আহমেদ কুট্টে এবং কুলগামের জাকির গাইনির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শনিবার সকালে৷
ধরপাকড়ও চালাচ্ছে ভারতীয় সেনা (Pahalgam Attack)
বেছে বেছে জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ধরপাকড়ও চালাচ্ছে ভারতীয় সেনা (Pahalgam Attack)। শুক্রবার রাত থেকেই সক্রিয় জঙ্গি সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করা হচ্ছে এদের মধ্যে দুজন পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত। এরা হামলাকারী জঙ্গিদের সহযোগী। সংবাদ সংস্থা এএনআই স্থানীয় পুলিশ সূত্র উল্লেখ করে জানিয়েছে, জঙ্গিদের দুই সহযোগী কুলগাঁওয়ে লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর মিলেছিল। সেই অনুযায়ী রাতে সেখানে অভিযান চালানো হয়। শনিবার সকালে গ্রেপ্তার করা হয় ওই দু’জনকে।
আদিলের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে (Pahalgam Attack)
গত শুক্রবার যে আদিলের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সে পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতে ঢুকেছিল৷ বর্তমানে এই আদিলের বয়স কুড়ি (Pahalgam Attack)৷ প্রথম তার কথা সামনে আসে ২০১৮ সালে৷ সেই সময় দক্ষিণ কাশ্মীরের এক জঙ্গির শেষকৃত্যে তাকে দেখা গিয়েছিল৷ স্ই সময় সে সবে তার কিশোরকাল পেরিয়েছে৷ তারপরেই সে বৈধ কাগজপত্র নিয়ে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে যায়৷ তার সেখানে হয়ে যায় নিখোঁজ৷ পরে জানান যায়, পাকিস্তানে সে জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-তৈবায় যোগ দিয়েছে৷
আরও পড়ুন: Pahalgam Attack: সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
তিন জঙ্গির বাড়ি শনিবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে
সাবির আহমেদ কুট্টে: সোপিয়ানের ছোটিপোরা গ্রামে লস্কর কম্যান্ডার সাবির আহমেদ কুট্টের বাড়িটি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, কুট্টে গত তিন থেকে চার বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।
জাকির আহমেদ গণি: শুক্রবার রাতে কুলগাম জেলার মুতালহামা গ্রামে জাকির আহমেদ গণির একটি বাড়ি ভেঙে ফেলার খবর দিয়েছেন কর্মকর্তারা। গণি পহেলগাঁও হামলার সাথেও জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে, গণি ২০২৩ সাল থেকে সক্রিয়।
এহসান উল হক: পহেলগাঁও সন্ত্রাসী হামলার সন্দেহভাজন এহসান উল হক শেখের দোতলা বাড়ি শুক্রবার রাতে দক্ষিণ কাশ্মীরের মুরান পুলওয়ামা এলাকায় এক বিস্ফোরণে ভেঙে ফেলা হয়। এহসান, ২০১৮ সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে জানা গেছে৷ সম্প্রতি কাশ্মীরে ফিরে এসেছিল।