ইতালিতে বন্দুকবাজের হামলা, নিহত প্রধানমন্ত্রীর বান্ধবী সহ ৩

হামলায় নিহত প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা ওই আবাসনের পরিচালন কমিটির কোষাধ্যক্ষ পদে ছিলেন।

ইতালিতে বন্দুকবাজের হামলা, নিহত প্রধানমন্ত্রীর বান্ধবী সহ ৩

ট্রাইব টিভি ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ইতালি। ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল রাজধানী রোম। ঘটনায় প্রাণ হারালেন প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির বান্ধবী-সহ তিনজন। গুলিবিদ্ধ আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক। 

রোম পুলিশ সূত্রে খবর, রবিবার শহরের একটি আবাসনে বৈঠক চলছিল। সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি করেন হামলাকারী। তাতেই প্রাণ হারান প্রধানমন্ত্রীর বান্ধবী বছর ৫০-র নিকোলেটা গোলিসানো। এছাড়া আরও দুই মহিলা ও একজন পুরুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রোমের পুলিশ কর্তারা। ঘটনার পর হামলাকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় একটি গ্লক পিস্তলও। কিন্তু কেন এই হামলা, তা অবশ্য স্পষ্ট হয়নি। এই ঘটনার নেপথ্যে কোনও পুরনো শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাশাপাশি, রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টিও খতিয়ে দেখছেন তাঁরা।  

রোম পুলিশ প্রশাসন সূত্রে খবর, ধৃত হামলাকারীর নাম ক্লাউডিও ক্যাম্পি। বছর ৫৭-র এই ব্যক্তি গ্লক পিস্তলটিকে চুরি করেছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, আগে থেকেই খুনের পরিকল্পনা করে রেখেছিলেন ক্লাউডিও। সেই কারণে আগাম হাতিয়ার জোগাড় করেছিলেন তিনি। আগ্নেয়াস্ত্র চুরিতে কেউ তাঁকে সাহায্য করেছিল কিনা, তা খতিয়ে দেখছে রোমের পুলিশ। তদন্তকারীদের আরও দাবি, রোমের ওই আবাসনের বাসিন্দাদের সঙ্গে আগেও ঝামেলা হয়েছিল হামলাকারীর। এই নিয়ে চলতি বছরের নভেম্বরেই নিজের সোশাল মিডিয়া পেজে দীর্ঘ পোস্ট করেছিলেন ক্লাউডিও। সেখানেই আবাসনের পরিচালন কমিটির সদস্যদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাঁকে ওই আবাসন থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি।

 উল্লেখ্য, হামলায় নিহত প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা ওই আবাসনের পরিচালন কমিটির কোষাধ্যক্ষ পদে ছিলেন। তাঁর একটি ১০ বছরের সন্তান রয়েছে। ঘটনার পর হামলাকারীকে গ্রেফতার করা হলে, খুনের কথা স্বীকার করে নেন তিনি। পাশাপাশি, ন্যায় বিচার মিলবে বলেও আশা প্রকাশ করেছেন আততায়ী ক্লাউডিও।

অন্যদিকে বান্ধবীর মৃত্যুর খবর আসতেই শোকজ্ঞাপন করে টুইটারে পোস্ট করেন ইটালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি। ঘটনার কড়া নিন্দার পাশাপাশি বান্ধবীর একটি ছবিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। তিনি লিখেছেন, আমার কাছে নিকোলেটা সবসময়ই খুব সুন্দরী আর হাসিখুশি একজন নারী। ওকে সব সময় সুখী দেখতে চেয়েছিলাম। যা ঘটেছে তা মোটেই কাম্য ছিল না।  ঘটনার সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।