ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার(Thursday Lucky Zodiacs) চাঁদ সারাদিন বৃষ রাশিতে অবস্থান করবে। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ মাঘ মাসের শুক্লপক্ষের নবমী তিথি। রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত নবমী তিথি থাকবে। তারপর মাঘ শুক্লা দশমী তিথি শুরু হবে। জ্যোতিষ গণনা অনুসারে কাল ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের প্রভাব থাকবে। কাল প্রথমে থাকবে কৃত্তিকা ও পরে রোহিনী নক্ষত্রের প্রভাব। এর ফলে তৈরি হচ্ছে ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগ। জ্যোতিষ গণনা অনুসারে এই নক্ষত্রের প্রভাবে ভাগ্য বদলাতে চলেছে ৫ রাশির। জেনে নিন এই ভাগ্যবান রাশি কারা।
কন্যা রাশি (Thursday Lucky Zodiacs)
আজ কৃত্তিকা নক্ষত্রের শুভ প্রভাবে লাভবান হবেন কন্যা রাশির জাতকরা(Thursday Lucky Zodiacs)। নারায়ণের কৃপায় জীবনের সব সমস্যা কেটে গিয়ে শান্তি ফিরবে কন্যা রাশির জাতকদের জীবনে। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন আপনি। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কন্যার জাতকদের। ব্য়বসাতেও অতিরিক্ত লাভ করতে পারেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ হবে।

মকর রাশি (Thursday Lucky Zodiacs)
বৃহস্পতিবার রোহিনী নক্ষত্রের শুভ প্রভাব লাভ করবেন মকর রাশির জাতকরা। ইন্দ্র যোগের প্রভাবে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আপনার মনে সাহস ও আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, কাল তাঁরা চাকরি সংক্রান্ত সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি সই করতে পারেন(Thursday Lucky Zodiacs)। সমাজে সম্মান ও জনপ্রিয়তা বাড়বে মকরের জাতকদের।

আরও পড়ুন:Astrology Horoscope: অশ্বিনী ও বরণী নক্ষত্রের যোগ, ভাগ্য খুলছে কাদের?
কর্কট রাশি
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গৌরী যোগের প্রভাবে মনের সব ইচ্ছে পূরণ হবে কর্কট রাশির জাতকদের। আপনার আর্থিক অবস্থায় উন্নতি আসবে। যাঁরা বিদেশের সঙ্গে ব্যবসায় যুক্ত, তাঁরা বড় লাভ করার সুযোগ পাবেন। ভাই-বোনের মধ্যে থাকা বিবাদ কাল মিটে যাবে। প্রেম জীবনেও সুখ ও রোম্যান্স থাকবে কর্কট রাশির জাতকদের(Thursday Lucky Zodiacs)। অফিসে অনুকূল পরিবেশ থাকবে।

বৃষ রাশি
শ্রীবিষ্ণুর আশীর্বাদে সব কাজে সৌভাগ্য লাভ করবেন বৃষ রাশির জাতকরা। আপনার দাম্পত্য জীবনে আনন্দ ও প্রেম থাকবে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা কোনও কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। নতুন কাজে হাত দিলে শুভ ফল পাবেন বৃষ রাশির জাতকরা। আপনি সব কাজেই সাফল্য পেতে পারেন। শ্বশুরবাড়ি সংক্রান্ত সমস্যা কাল মিটে যাবে।

বৃশ্চিক রাশি
শুক্লা নবমীতে ব্রহ্মা যোগের সুফল লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। ধর্মীয় বিষয়ে কাল আগ্রহ বাড়বে আপনার। কেরিয়ারে বড় সাফল্য লাভ করার সম্ভাবনা আছে। যাঁরা ব্যবসা করেন, তাঁরাও দারুণ লাভবান হতে পারেন। আপনি যে কাজে হাত দেবেন, কাল তাতেই কাঙ্খিত সাফল্য লাভ করবেন। বৃশ্চিক রাশির জাতকদের কাল বিদেশ সফরের কথা এগোতে পারে।
