ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার (Thursday Lucky Zodiacs) চাঁদ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা বলছে আজ চৈত্র শুক্লা ষষ্ঠী তিথি। রাত ৯টা ৪১ মিনিট পর্যন্ত শুক্লা ষষ্ঠী তিথি থাকার পর সপ্তমী পড়ে যাবে। জ্যোতিষ গণনা অনুসারে কাল সৌভাগ্য যোগ ও শোভন যোগের প্রভাব থাকবে। কাল থাকবে প্রথমে রোহিনী নক্ষত্র ও পরে মৃগশিরা নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে কালকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। বৃহস্পতিবার গৌরী যোগে কোন কোন রাশির জাতকরা প্রচুর উন্নতি করবেন জেনে নিন।
কর্কট রাশি (Thursday Lucky Zodiacs)
শোভন যোগের শুভ প্রভাবে কেরিয়ারে বিশেষ উন্নতি করতে চলেছেন কর্কট রাশির জাতকরা (Thursday Lucky Zodiacs)। সব কাজেই ভাগ্যকে নিজের পাবেন। কোনও বড় উন্নতির সুযোগ পেতে পারেন। পরিবারে সারাদিন সুখ ও শান্তি থাকবে। ভাই-বোনের সাহায্যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কর্কট রাশির জাতকরা। স্বাস্থ্য ভালো থাকবে।

কুম্ভ রাশি (Thursday Lucky Zodiacs)
সৌভাগ্য যোগের শুভ প্রভাবে কার্যকরী ও লাভজনক দিন হবে কুম্ভ রাশির জাতকদের জন্য। রিয়েল এস্টেট থেকে মোটা টাকা লাভ করতে পারেন। সব বিষয়ে পরিবারের সদস্যদের পাশে পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ সবার প্রশংসা আদায় করে নেবে। সঙ্গীর পরামর্শ আপনার জন্য লাভজনক হবে। নতুন চাকরির ভালো প্রস্তাব পেতে পারেন।

আরও পড়ুন: Basanti Puja 2025: কে দেবী দুর্গার প্রথম পুজারী? জানুন বাসন্তী পুজোর ইতিহাস
মীন রাশি
রোহিনী নক্ষত্রের শুভ প্রভাব ও শ্রীবিষ্ণুর আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে মীন রাশির জাতকদের। কেরিয়ারে বড় কোনও সুখবর পেতে পারেন আপনি। আর্থিক ভাবে লাভবান হতে পারেন। পুরোনো কোনও অসুখ থাকলে এবার তা থেকে মুক্তি পাবেন। অপ্রত্যাশিত ভাবে হাতে টাকাপয়সা আসতে পারে। বাড়ির পরিবেশে সুখ ও শান্তি ও ভালোবাসা বজায় থাকবে।

মিথুন রাশি
৩ এপ্রিল অত্যন্ত শুভ দিন মিথুন রাশির জাতকদের জন্য। সারাদিন পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বাবার সঙ্গে সম্পর্কে ভুল বোঝাবুঝি চললে তা এবার মিটে যাবে। ব্যবসায়ীদের জন্যও দিনটা লাভজনক হবে। মিথুন রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি ভালো হবে।
