ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের প্রবীণ অভিনেতা টিকু তালসানিয়া (tiku talsaniya)। তাঁর অবস্থা সংকট জনক বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি ডাক্তারদের নজরদারিতে আছেন। দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার প্রবীণ অভিনেতার। তাঁর মেয়ে শিখা তালসানিয়াও (sikha talsaniya) অভিনয় জগতে পা রেখেছেন।
খারাপ খবর বলিউডে (Tiku Talsaniya)
ফের খারাপ খবর বলিউডে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের প্রবীণ অভিনেতা ও কমেডিয়ান টিকু তালসানিয়া (tiku talsaniya)। হাসপাতাল সূত্রে খবর, টিকু তালসানিয়ার অবস্থা বেশ সঙ্কটজনক। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এর থেকে বেশি কিছু জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তিনি ডাক্তারদের নজরদারিতে আছেন।
জনপ্রিয় অভিনেতা (Tiku Talsaniya)
কমেডি চরিত্রের জন্য বলিউডের জনপ্রিয় নাম টিকু তালসানিয়া (tiku talsaniya)। অভিনেতার বয়স এখন ৭০ বছর। সার্কাস, হাঙ্গামা, স্পেশ্যাল ২৬, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা!, আন্দাজ আপনা আপনা, দেবদাস-এর মত সুপারহিট ছবিতে কাজ করে দর্শকদের মন জয় করেছেন তিনি।
আরও পড়ুন: Binodini Trailer Release: ২৩ জানুয়ারি মুক্তি পাবে বিনোদিনী! প্রকাশ্যে এল ট্রেলার
ছোট পর্দা থেকে সফর শুরু
ছোট পর্দা থেকে অভিনয়ের সফর শুরু টিকুর। ১৯৮৪ সালে তাঁর প্রথম ধারাবাহিক ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’। দু’ বছর পর, ১৯৮৬ সালে একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন। ‘পেয়ার কে দো পল’, ‘ডিউটি’, ‘অসলি নকলি’ ছবিতে কাজ করার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।কিছু দিন আগেও রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ ছবিতে অভিনয় করেছে টিকু। ‘বোল রাধা বোল’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা হিন্দুস্থানি’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘ভিরাসত’, ‘হাঙ্গামা ২’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ চালিয়ে গেছেন।
আরও পড়ুন: Tripti Dimri: ন্যাশনাল ক্রাশ হয়ে বিপদে তৃপ্তি, হারাচ্ছেন কাজ!
সংসারি অভিনেতা
স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে সংসার অভিনেতার। তাঁর ছেলের নাম রোহন তালসানিয়া (rohan talsaniya) একজন রূপকার ও মেয়ে শিখা তালসানিয়া (sikha talsaniya) এই প্রজন্মের একজন অভিনেত্রী। ভিরে দি ওয়েডিং, জাহান চার ইয়ার, সত্যপ্রেম কি কথা ছবিতে অভিনয় করেছেন।