ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কানে(Ear Care)অসুখ করলে যথেষ্ট কারণ মাথাব্যথার। কারণ কান থেকেই যত কান্ড। কানে শুনতে না পেলেই উদ্বিগ্নতা প্রকাশ পায়। এছাড়াও ছোটখাটো সমস্যা হলে তেমন একটা আমল দেওয়া হয়না বলেই চলে। তবে আপনি কি জানানেন টিয়ার্স অফ দ্য ইয়ার বা কানের ক্রন্দন ডেকে আনতে পারে উটকো ঝামেলা। অর্থাৎ কান থেকে জল বা রস নিঃসৃত হওয়া।
কানের অসুখ অবহেলায় বাড়ছে মস্তিষ্কের সংক্রমণ(Ear Care)
কানের(Ear Care) এই অসুখ অবহেলিত তার প্রমাণ মেলে এ রাজ্যের সরকারি, বেসরকারি হাসপাতালের আইসিসিইউতে রোগীদের দেখলে। এখানে ব্রেনের ইনফেকশেনের কারণে বা মেনেনজাইটিস বা এনসেফেলাইটিসের কারণে যে রোগীরা ভর্তি হন তার অধিকাংশেরই কানের ইনফেকশন অবহেলার কারণে মস্তিষ্কের সংক্রমণ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক লক্ষণটাই কিন্তু কান থেকে রস বেরনো।
এটা কী অসুখ?(Ear Care)
কানের(Ear Care)ডিসচার্জ কোনও অসুখ নয়, ভিতরে কোনও অসুখের বহিঃপ্রকাশ। কানের নানাবিধ সমস্যায় এমন হয়। তাই এই সমস্যা হলে সেটা ছোটখাটো ভেবে এড়িয়ে গেলেই ঘটতে পারে বড় বিপদ।

কানের অসুখ কখন চিন্তার?
ইয়ার ডিসচার্জ হলে দ্রুত সাবধান হতে হবে। রস গাঢ়, পাতলা, জলের মতো, সবুজ অথবা পুঁজসমেত বা রক্তসমেত নিঃসৃত হতে পারে। কারও ক্ষেত্রে সেই ডিসচার্জ থেকে দুর্গন্ধও বেরতে পারে। এই লক্ষণগুলি দেখে আড়ালে কী সমস্যা আছে তা বোঝা সম্ভব হয়। রস নিঃসৃত হলে তার সঙ্গে কানে ব্যথা, জ্বর আসছে কি না, মাথা ঘুরছে কি না, আগে কোনও অপারেশন কানে হয়েছে কি না, কানে কোনও আওয়াজ হচ্ছে কি না, কানে শুনতে সমস্যা হচ্ছে কি না সবই খেয়াল রাখতে হবে। এগুলির সঙ্গে কানের ভিতরের সমস্যা জড়িয়ে থাকে।
আরও পড়ুন: Alzheimer’s Treatment: অ্যালঝাইমার্স সারাতে বাজারে মোনোক্লোনাল অ্যান্টিবডি, ভারতেও কি পাওয়া যাবে?

কান থেকে কেন রস বের হয় ?
কান থেকে কেন রস বের হয় ? কানে কোনও সংক্রমণ হলে কান থেকে রস বেরতে পারে। এছাড়াও কানের পর্দার বহির্ভাগে বা ইয়ার ক্যানেলে কোনও সমস্যা হলে রস বেরতে পারে। সাধারণত কানখুসকি বা কোনও কাঠি দিয়ে কানের ভিতর খোঁচাখুঁচি করলে তা থেকে সংক্রমণের প্রবণতা থাকে। কানে ব্যথা হয়, রস বের হয়। কানে ব্যকটিরিয়াল ইনফেকশন হতে পারে। বা কানে জল ঢুকে গেলে (অনেক ক্ষেত্রেই পুকুরের নোংরা জল ঢুকলে) তা থেকেও ফাংগাল ইনফেকশন হয়ে এমন হয়। এতেও কানে ব্যথা হয়। কানের পর্দার ফুটো থাকলে তা থেকেও পর্দার ভিতরে ইনফেকশন ছড়িয়ে যায়। সেক্ষেত্রেও ডিসচার্জ হয়।
আরও পড়ুন: Sleep Habit: শিশুদের জন্যও ভাতঘুম জরুরি নাকি না হলেই ভালো?
কানের ভিতরে ক্যানসারেও কান থেকে ডিসচার্জ হয়। এবং তার সঙ্গে আনুষঙ্গিক উপসর্গ যেমন ব্যথা, কমশোনা, মাথাঘোরা থাকতে পারে।অতএব কান থেকে রস বেরলে তা কোনওভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। এর উপযুক্ত চিকিৎসা জরুরি। তাই অবহেলা করলে চলবে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় টেস্ট করে দেখতে হবে ঠিক কী হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন টেস্ট করে রোগ নির্ণয় হলে প্রয়োজন মাফিক ওষুধ বা সার্জারি করে সমস্যার সমাধান সম্ভব।