Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিগত কিছু বছর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সোলো ট্রিপ। অন্য কারোর তোয়াক্কা না করেই বেরিয়ে পড়ছেন নানা নতুন জায়গার সন্ধানে (Solo Trip)। যাঁরা নিজেদের সঙ্গে সময় কাটাতে চান তাঁদের জন্য রইলো কিছু টিপস।
‘একলা চলো রে’ (Solo Trip)
বেশ কিছু বছরে সোলো ট্রিপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দেশের মানুষের কাছে। ছেলে মেয়ে সবাই এখন চাইছে নিজের সঙ্গে স্বাধীনভাবে কিছুটা সময় জকাটাতে আর সেই চাহিদার থেকেই তাঁরা যাচ্ছেন সোলো ট্রিপে। ঘুরতে যাওয়ার প্রধান কারণ হলো রোজকার একঘেয়ে রুটিন থেকে মুক্তি। পাহাড় হোক সমুদ্র প্রকৃতির কাছে খানিকটা সময় একান্তে কাটানো। সেই উদ্দেশ্যেই একলাই বেড়াতে যাচ্ছেন অনেকে। রোজের কর্মব্যস্ততা ফেলে কিছুটা সময় নিজের সাথে কাটাতে পারলে খারাপ হয় না (Solo Trip)।
তবে একলা যাওয়ার আগে কিছু বিষয় আগে থেকে নিশ্চত করে তবেই যেতে হয়। যেমন নিরাপত্তার কথা মাথায় রাখতে হয় সবার আগে। আসুন জেনে নিই কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সোলো ট্রিপ প্ল্যান করার আগে (Solo Trip)।
১) সবার আগে সেই জায়গার পরিবহণের বিষয়ে খোঁজ খবর নেয়া প্রয়জন। প্রতিটা জায়গার গণ পরিবহণের অবস্থা আলাদা। তাই যাওয়ার আগে সেই অঞ্চলের গণ পরিবহণ কতটা নিরাপদ সেই বিষয়ে আগের থেকে ভাল করে খোঁজ নিয়ে প্ল্যান করা উচিত।
২) প্রযুক্তির যুগে এখন যোগাযোগের প্রধান মাধ্যম হলো স্মার্টফোন বা মুঠোফোন। সেই ফোন ছাড়া এক পাও চলা যায় না। এক ক্লিকেই পাওয়া যায় অনেক কিছুর সমাধান। তাই বেড়াতে গিয়ে ছবি, ভিডিও তোলার পাশাপাশি এটাও খেয়াল রাখবেন যাতে ফোনের চার্জ না শেষ হয় এবং সময় মতো ফোনকে চার্জ করতে ভুলবেন না (Solo Trip)।
আরও পড়ুন: Virender Sehwag: দল থেকে বাদ দিয়েছিলেন ধোনি, কার পরামর্শে অবসরের সিদ্ধান্ত বদল বীরুর?
৩) এখন যেমন সোলো ট্রিপের সংখ্যা বেড়েছে তেমনই নানা কারণে সোলো ট্রিপ নিয়ে ভয়েরও ষড়শীতি হয়। তবে অহেতুক ভয়কে মনে স্থান দেবেন না তাতে বেড়াতে যাওয়ার আনন্দ নষ্ট হয়। বরং ভয় না প্রয়োজন সচেতনতার।
৪) সোলো ট্রিপে সতর্ক থাকতে আগে থেকে সেই জায়গার অবস্থান, সেখানে থাকার ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে আগে থেকেই খোঁজ খবর নিয়ে তারপর সেই জায়গায় যান। তাতে অনেকটা সুবিধা হবে ঘুরতে (Solo Trip)।

৫) যেকানে যাবেন সেই জায়গায় কোথায় থাকবেন, কিভাবে বুক করবেন সেইসব বিষয়ে আগে থেকে খোঁজ নিয়ে তারপর যান। সেই সঙ্গে এটাও দেখে নিতে হবে সেই থাকার জায়গা কতটা নিরাপদ। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে গুগুল ম্যাপ অবশ্যই দেখবেন। আর যদি গণ পরিবহন ব্যবহার করেন তবে সেই গাড়ি কথা থেকে কীভাবে পাওয়া যাবে সেই বিষয়ে খোঁজ খবরনিয়ে রাখাই সুবিধা হবে (Solo Trip)।
এগুলো ছাড়াও যেখানে যাবেন সেই জায়গার মানুষজনের সাথে কথা বলুন তাতে সেই জায়গা সম্পর্কে আপনি জানতে পারবেন। কোনোরকম সমস্যা মনে হলে সাহায্য চাইতে দেরি করবেন না। প্লানিংয়ের সাথে সতর্ক আর সচেতনতাই পারবে আপনাকে একটা ভাল ট্রিপ উপহার দিতে (Solo Trip)।