ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। মাঝেমধ্যেই তিনি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় উঠে আসেন। এবার তাঁর একটি গোপন গুণ ধরা পড়ল। দিদি নাম্বার ওয়ানের প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে তিয়াসার হাঁড়ির খবর ফাঁস বলে শুরু হয়। অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, তাঁর কোনও কাজই করতে হয় না। বরং কেউ যদি তাঁকে জল খাইয়ে দিত, তাহলে ভালো হতো বলে মনে করেন তিনি। দিদির মঞ্চে এসে কী বললেন অভিনেত্রী? আর কে কে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে?
সব দায়িত্ব নিয়ে নেওয়া (Tiyasha Lepcha)
টলিপাড়ায় তিয়াসা লেপচা (Tiyasha Lepcha) ও সোহেল দত্তের (Sohail Dutta) প্রেম নিয়ে মাঝে মাঝেই খবর শিরোনামে উঠে আসে। দিদির মঞ্চে শোনা গেল, অভিনেত্রী তিয়াসার সব দায়িত্ব নিয়েছেন তাঁর প্রেমিক সোহেল দত্ত। এমনকি অভিনেত্রী বলেন, তাঁর আর কোনও কাজই করতে হয় না। তখনই কথা বলতে বলতে তিনি বলে ফেলেন, তাঁকে কেউ জলটাও যদি খাইয়ে দিত,খুব ভালো হত। তাঁর অংশগ্রহণকারী অভিনেত্রী লেখা চ্যাটার্জি (Lekha Chatterjee) জানান, তিয়াসা খুব লেজি। আসলে অভিনেত্রী তিয়াসার মতে, তাঁর নিজে হাতে কোনও কিছু কাজ করতে আর ইচ্ছা করে না।
সব জেনে আসা (Tiyasha Lepcha)
আসলে শোনা যায়, তিয়াসার বাড়ির সমস্ত কাজ সোহেল করেন। এ প্রসঙ্গে দিদি বলেন, “কটা বাড়িকে সে সামলাবে। অন্যদিকে মিত্তির বাড়িকেও তো তাঁকে সামলাতে হয়।” দিদির মতে, তিয়াসার জীবনে যে এসেছে সে সবকিছু জেনে এসেছে তো? উত্তরে অভিনেত্রী জানান, “তাঁর জীবনে এই মানুষটি আসার জন্যই তিনি আরও এমন হয়ে গেছেন।”
আরও পড়ুন: Rituparna Sengupta: কঠিন লড়াই, রেডিও জকি হলেন ঋতুপর্ণা! অনুপ্রেরণায় বিখ্যাত শিল্পী
অভিনয়ের জার্নি
অভিনেত্রী তিয়াসা লেপচার প্রাক্তন স্বামী সুবান রায়। আর সুবানের হাত ধরেই তিনি অভিনয়ের জগতে পা রেখেছিলেন। সুবানের সাথে বিচ্ছেদের পর সোহেল দত্তর সাথে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। অভিনেত্রীর সর্বপ্রথম ধারাবাহিক ছিল ‘কৃষ্ণকলি’। সেখানে অভিনেত্রীকে ‘শ্যামা’ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বর্তমানে তিনি ‘রোশনাই’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন: Somraj Maity: ছোট পর্দায় সোমরাজের কামব্যাক! বিপরীতে নায়িকা কে?
হাসি ঠাট্টায় ভরপুর
জি বাংলার দিদি নম্বর ওয়ানের মঞ্চ খুবই জনপ্রিয় । মাঝেমধ্যে বিশেষ পর্ব অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে। বিভিন্ন ধারাবাহিকের অভিনেত্রীরাও মাঝেমাঝে আসেন দিদির মঞ্চে অংশগ্রহণ করার জন্য। সেরকম রবিবার ৮.৩০ আসছে এই বিশেষ পর্ব। যেখানে দেখা যাবে তিয়াসা লেপচার (Tiyasha Lepcha) সাথে লেখা চ্যাটার্জি (Lekha Chatterjee) ও অনন্যা সেনের (Ananya Sen) মতো অভিনেত্রীদের। হাসি আড্ডায় ভরপুর এই পর্বটি জমে উঠবে রবিবার।