ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ২১ জুলাই (TMC 21 July Rally), তৃণমূলের ধর্মতলার সমাবেশে যোগদান দিতে যাবার জন্য মূলত ৭ টি বড় মিছিল হবার সম্ভাবনা রয়েছে।
হাওড়া স্টেশন চত্বর (TMC 21 July Rally)
১) হাওড়া স্টেশন থেকে বহু কর্মী সমর্থকরা (TMC 21 July Rally) বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে এসে দফায় দফায় মিছিল করে ধর্মতলার ২১ শের শহীদ মঞ্চে যাবে । হাওড়া স্টেশন থেকে মিছিল যাবে হাওড়া ব্রিজ হয়ে ব্রেবোর্ন রোড , নিউ CIT রোড , সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় প্রবেশ করবে ।
শিয়ালদহ স্টেশন চত্বর (TMC 21 July Rally)
২) শিয়ালদহ স্টেশন থেকে বহু কর্মী (TMC 21 July Rally) সমর্থকরা বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে এসে দফায় দফায় মিছিল করে ধর্মতলার ২১ শের শহীদ মঞ্চে যাবে । শিয়ালদহ স্টেশন থেকে মিছিল যাবে এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় প্রবেশ করবে ।
শহরতলির অন্দরে
৩) শ্যামবাজার থেকে যে সমস্ত মিছিল ধর্মতলায় আসবে সেই মিছিল গুলো সেন্ট্রাল অ্যাভিনিউ , চাঁদনি চক , এসএন ব্যানার্জি রোড ধরে ধর্মতলায় প্রবেশ করবে ।
৪) হাজরা থেকে যে সমস্ত মিছিল ধর্মতলায় আসবে সেই মিছিল গুলো আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড ধরে ধর্মতলায় প্রবেশ করবে ।
আরও পড়ুন: TMC 21 July: শহীদ দিবসে দফায় দফায় তৃণমূল কর্মীদের যাত্রা, কোন জেলার গাড়ি কোথায় রাখা হবে?
৫) পার্ক সার্কাস ৭ পয়েন্ট দিয়ে যে সময় মিছিল গুলি ধর্মতলায় যাবে সেই মিছিল গুলি পার্ক সার্কাস ৭ পয়েন্ট থেকে শুরু হয়ে
জান নগর রোড দিয়ে মাদার টেরেসা সরণি দিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ এর পাশ দিয়ে পার্ক স্ট্রিট ধরে ধর্মতলায় প্রবেশ করবে।
৬) কলকাতা স্টেশন দিয়ে যে সময় মিছিল গুলি ধর্মতলায় যাবে সেই মিছিল গুলি কলকাতা স্টেশন থেকে শুরু হয়ে বিধান সরণি রোড ধরে নির্মল চন্দ্র স্ট্রিট দিয়ে চিত্তরঞ্জন এভিনিউ ধরে ধর্মতলায় প্রবেশ করবে ।
৭) হেদুয়া পার্ক দিয়ে যে সময় মিছিল গুলি ধর্মতলায় যাবে সেই মিছিল গুলি হেদুয়া পার্ক থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট বা এমজি রোড ধরে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে চিত্তরঞ্জন এভিনিউ ধরে ধর্মতলায় প্রবেশ করবে ।
এছাড়া শহরের প্রায় ২২টি জায়গায় জমায়েত হবে বলে পুলিশ সূত্রের খবর।
- বড় বড় মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার থাকবেন। বাকি যে ছোট ছোট মিছিল গুলি আসবে তার জন্য যথা যত ব্যবস্থা করা হয়েছে , প্রতিটি মিছিলের সামনে থাকবে পুলিশ ।
- আগে থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা কলকাতায় এসে তৃণমূলের ব্যাবস্থাপনায় বিভিন্ন জায়গায় যেমন নেতাজি ইন্ডোর, গীতাঞ্জলী সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের বাস বা অন্য যানবাহনের মাধ্যমে মঞ্চে কাছে নিয়ে যাওয়া হবে।
- যদি কোনো রাস্তায় দমকলের ইঞ্জিন বা অ্যাম্বুলেন্স আটকে পরে তার জন্য যথা যত ব্যবস্থা গ্রহণ করা হবে সেই মুহূর্তে ।।