তৃণমূল-বিজেপি মুখোমুখি ধর্না! সোমবার সরগরম হতে পারে বিধানসভা চত্বর

শপথের জন্য বিধানসভাতে অবস্থান করছেন দুই বিধায়ক প্রার্থী। সব মিলিয়ে আদোতে সমস্যার সমাধান হয়ার লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না।

তৃণমূল-বিজেপি মুখোমুখি ধর্না! সোমবার সরগরম হতে পারে বিধানসভা চত্বর
file image

ত্রয়ণ চক্রবর্তী, কলকাতা:  জয়ী দুই প্রার্থীর শপথ নিয়ে জটিলতা এখন অব্যহত। শুক্রবারের পর সোমবারও এই দুই প্রার্থী বিধানসভায় (Assembly) বসতে পারেন অবস্থানে, অন্যদিকে কোচবিহারের ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা বিধায়করা সোমবার অবস্থানে বসবেন জানিয়েছিলেন বিরোধী দলনেতা। যদিও অনুমতি দেননি অধ্যক্ষ। সুতরাং স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে সোমবার (Monday) বিধানসভাকে কেন্দ্র করে সরগরম হতে পারে রাজ্য- রাজনীতি। 

রাজভবনে গিয়ে শপথ নেবেন না আগেই জানিয়েছিলেন নবনির্বাচিত দুই বিধায়ক (MLA)। মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজভবন মহিলাদের জন্য নিরাপদ নয়। পালটা জবাব দিয়েছিলেন রাজভবনও (Rajbhavan)। শপথের জন্য বিধানসভাতে অবস্থান করছেন দুই বিধায়ক প্রার্থী। সব মিলিয়ে আদোতে সমস্যার সমাধান হয়ার লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। এই অবস্থায় কোচবিহারের ঘটনা নিয়ে পালটা বিধানসভার অভ্যন্তরে মহিলা বিধায়কদের অবস্থানের কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

আরও পড়ুন: https://tribetv.in/Due-to-hawkers-removals-works-at-Kolkata-new-market-areas-hawkers-and-business-man-creating-huge-chaos

যদিও সূত্রের খবর, সে অবস্থানে সম্মতি দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। ফলে যদি আগামীকাল জয়ী দুই প্রার্থী অবস্থানে বসেন অন্যদিকে বিজেপির মহিলা বিধায়করাও কোচবিহারের ঘটনা নিয়ে বিধানসভার ভিতরে বিক্ষোভ কর্মসূচি করতে যান সেক্ষেত্রে উত্তেজনা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভায়।

প্রসঙ্গত, বিধানসভার ভেতরে কোনও রকম বিক্ষোভ কর্মসূচি করা যাবে না বলে জানিয়েছিলেন অধ্যক্ষ, কিন্তু তারপর জয়ী এই দুই বিধায়কের শপথকে কেন্দ্র করে তাঁদের এই অবস্থানকেই হাতিয়ার করছে তাঁদের এই নেতৃত্ব। বিরোধী দলনেতার বক্তব্য এক যাত্রায় পৃথক ফল হয় কি করে। রাজনৈতিক মহল মনে করছে, এখনও পরিস্থিতি যে তিমিরে সেই তিমিরই যদি চলে তাহলে অধিবেশন ছাড়াই সোমবার সরগরম হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা।