ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা। মালদহের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার (Shootout at Diamond Harbour) চলল গুলি। শনিবার প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতাকে লক্ষ্য (TMC Leader injured) করে একের পর এক গুলি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।
ফের দুষ্কৃতীদের টার্গেটে তৃণমূল কর্মী (TMC Leader injured)। জানা গেছে, শনিবার সকাল ১১ টা নাগাদ ডোঙ্গারিয়া এলাকায় বাইকে চড়ে তিন যুবক আসে। অভিযোগ, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে (Shootout at Diamond Harbour)। গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মী রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুলির শব্দ শুনে দৌড়ে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে ফের বাইকে চড়ে ঘটনাস্থলে ছাড়ে দুষ্কৃতীরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। তাঁকে প্রথমে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

গুলিবিদ্ধ তৃণমূল নেতা (Shootout at Diamond Harbour)
স্থানীয় সূত্রের খবর, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম কৃষ্ণপদ মণ্ডল (Krishnapada Mondal)। তিনি রায়পুর এলাকার তৃণমূলের যুবনেতা। এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। কৃষ্ণপদ বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালি থানার ডোঙ্গারিয়ার বাসিন্দা। কী কারণে দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল, (Shootout at Diamond Harbour) তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কোনও শত্রুতা নাকি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনও অভিসন্ধি রয়েছে, তা-ও পরিষ্কার নয়।
নোদাখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দিনেদুপুরে এমন শুটআউটের (Shootout at Diamond Harbour) ঘটনা পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। সেক্ষেত্রে গুলির আগে কেউ তাঁকে হুমকি দিয়েছিলেন, ঘটনাস্থলে তৃণমূল কর্মীকে কেউ ডেকে পাঠিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Rupashree Prakalpa: কাটমানি দিয়েও মেলেনি টাকা, রূপশ্রীতেও দুর্নীতি!
বার বার শাসকদলের নেতা-কর্মীদের উপর গুলি চলার ঘটনায় শাসকদলের কোন্দল প্রকাশ্যে আসছে। মালদহের তৃণমূল নেতা খুনের রেশ কাটতে না কাটতেই ফের চলল গুলি। এবার খোদ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গড় ডায়মন্ড হারবার গুলিবিদ্ধ দলেরই নেতা (TMC Leader injured) কৃষ্ণপদ মণ্ডল।
মালদহে দুলাল সরকার খুনের পর মুর্শিদাবাদ-সহ একাধিক জায়গায় এমন গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। যার নেপথ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন অনেকে। সে কথা মেনে নিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলে গোষ্ঠীকোন্দল আছে এবং দল বড় হলে সেটাই স্বাভাবিক বলে তিনি মনে করেন। যদিও গন্ডগোল পাকানো, গুলি, বোমাবাজির মতো ঘটনায় দলের কেউ যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।