ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের খুন তৃণমূল নেতা। ভাঙড়ের পর এবার সাঁইথিয়ায় খুন তৃণমূলের অঞ্চল সভাপতি (TMC Leader Killed)। জানা গেছে, শনিবার রাতে বীরভূমের সাঁইথিয়ায় গুলি করে খুন করা হয় তৃণমূলের শ্রীনিধিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে (বয়স ৪২)। চাঞ্চল্যকর এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পীযূষ ঘোষ শুধু তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন না, তিনি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হিসেবেও দায়িত্বে ছিলেন।
বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি, অভিযোগ পরিবারের (TMC Leader Killed)
পরিবারের দাবি, শনিবার রাত ১০টা ৩০ মিনিট নাগাদ বাড়ি ফিরেছিলেন পীযূষ। এরপর রাত ১১টা নাগাদ অজ্ঞাত পরিচয়ের কেউ বা কারা তাঁকে ফোন করে কোমরপুর গ্রামের মোড়ে আসতে বলে। সেখানে গিয়ে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয় তাঁকে। পরিবারের আরও দাবি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছে (TMC Leader Killed)। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Mysterious Death: মহেশতলায় গভীর রাতে নার্সের রহস্যমৃত্যু! তদন্তে নেমে প্রতিবেশী যুবককে আটক পুলিশের
রাজনৈতিক রেষারেষির জেরেই খুন? পরিবারের অভিযোগ (TMC Leader Killed)
এই খুনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই দাবি করেছেন পীযূষ ঘোষের পরিবার। তাঁদের কথায়, পীযূষ সম্প্রতি অঞ্চল সভাপতির দায়িত্ব পেয়েছিলেন এবং দলে সক্রিয় ছিলেন। তাকে সেই পদ থেকে সরাতে ইচ্ছুক এক গোষ্ঠী পরিকল্পিতভাবে এই খুনের ছক কষে। এটি নিছকই ব্যক্তিগত শত্রুতা নয়, এটি একটি রাজনৈতিক চক্রান্ত বলে দাবি পরিবারের।

এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। সাঁইথিয়া থানা এবং আমোদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। পুলিশ তিনজনকে আটক করেছে — যার মধ্যে দুই মহিলা এবং একজন যুবক রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে খুনের (TMC Leader Killed) পেছনের মোটিভ জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন:Paschim Medinipur: দুই নাবালককে বেঁধে বেধড়ক মার, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক
লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। আমাদের তৃণমূলের এক নিবেদিতপ্রাণ অঞ্চল সভাপতিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, তা পুলিশ তদন্ত করে জানাক। আমরা দ্রুত বিচার চাই।”
এলাকায় উত্তেজনা, পুলিশি টহল জোরদার (TMC Leader Killed)
এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দলীয় কর্মীদের একাংশের দাবি, শীঘ্রই প্রকৃত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা না হলে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়বে।