ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের উপর একের পর এক হেনস্তার ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। আজ, বুধবার, প্রতিবাদে রাজপথে (TMC Mega Rally) নামছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হবে বিরাট প্রতিবাদ মিছিল, যা পৌঁছবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। সেখানেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।
ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা! (TMC Mega Rally)
গত কয়েক সপ্তাহ ধরে দেশের নানা প্রান্তে বাঙালিদের উপর নিপীড়নের অভিযোগ উঠে এসেছে। ওড়িশা, দিল্লি, ঝাড়খণ্ড থেকে শুরু করে একাধিক রাজ্যে শুধুমাত্র বাংলা বলার অপরাধে হেনস্তার শিকার হতে হয়েছে সাধারণ বাঙালিদের। বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, হুমকি, এমনকি এলাকা ছাড়ার চাপ দেওয়া হচ্ছে— এমন ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। দিল্লির জয় হিন্দ কলোনির ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে।
শহরজুড়ে নিরাপত্তা (TMC Mega Rally)
এই প্রতিবাদ মিছিল ঘিরে শহরের নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গেছে, মিছিল ঘিরে থাকছে কড়া নজরদারি (TMC Mega Rally)। এক জন অ্যাডিশনাল কমিশনারের তত্ত্বাবধানে থাকবেন ২ জন যুগ্ম কমিশনার ও ৬ জন ডেপুটি কমিশনার। গোটা মিছিল-পথে মোতায়েন থাকবেন প্রায় ১৫০০ পুলিশকর্মী। যানজট এড়াতে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এলাকা ঘিরে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। শিয়ালদাগামী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মহাত্মা গান্ধী রোড থেকে এজেসি বোস রোডে।
আরও পড়ুন: Calcutta HC: বাংলাদেশি সন্দেহে আটক বাংলার শ্রমিক! হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি পরিবারের
জেলায় জেলায় তৃণমূলের প্রতিবাদ (TMC Mega Rally)
শুধু কলকাতা নয়, আজ জেলায় জেলায়ও প্রতিবাদে পথে নামছেন তৃণমূল কর্মী ও নেতা-সমর্থকেরা। দুপুর ২টো থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সমান্তরাল প্রতিবাদ কর্মসূচি চলবে। দিল্লিতেও তৃণমূলের তরফে কর্মসূচি নেওয়া হয়েছে। রবিবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন।
শক্তিপ্রদর্শনের বার্তা? (TMC Mega Rally)
ভোটের আগে বাঙালি আবেগে শান তৃণমৃলের। তিলোত্তমার রাজপথে আজকের মিছিল (TMC Mega Rally) শুধু প্রতিবাদের ভাষা নয়, তৃণমূলের এক বৃহৎ শক্তিপ্রদর্শনও বটে। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত রাস্তায় আজ দেখা যাবে হাওড়া, দমদম, ভাঙড়, সল্টলেক সহ আশপাশের বহু নেতা-কর্মী ও সমর্থকদের ভিড়। ২১ জুলাইয়ের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিনের প্রতিবাদ মিছিল নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন বার্তা দেবে— এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: Migrant worker: বাংলাদেশি সন্দেহে আটক বাংলার পরিযায়ী শ্রমিক, কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের