ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অপরাজিতা বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। বলেন,”কত বড় মূর্খ, ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ’ একটু আলাদা কর, সেই লাল কালো। সেই রাত দখলে কি হচ্ছে! গান বাজনা হচ্ছে। ছবি আঁকছে, গিটার বাজিয়ে গান গাইছে, নাটক করছে রাস্তায়। নাচ করছে, মানে নাচন, কোদন চলছে। তাঁদের লক্ষ্য কি, তিলোত্তমার নাকি বিচার চাই!”
এখানেই থেমে নয় তূণমূল বিধায়ক আরও বলেন, ”তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মায়ের যন্ত্রণা সেগুলো বাজারে বিক্রি করা, রাজনৈতিক মুনাফা তৈরি করা এবং তার সাথে নিজেদের একটু আনন্দ ফুর্তি করা। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে, ঠিকই তো সারারাত একসাথে থাকা যাবে, গান-বাজনা হবে। কিছু নেশা-ভান হবে, বিরিয়ানি খাওয়া হবে। ভালোই তো সারারাতটা যদি এভাবে কাটে। তিলোত্তমা তো উল্লেখ্য মাত্র।”
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-will-raise-her-voice-against-waqf-bill/
আরও পড়ুন: https://tribetv.in/west-bengal-youth-allegedly-attacked-in-bangladesh-dhaka-while-visiting-their/
উল্লেখ্য, রবিবার রাতে সোনারপুরে অপরাজিতা বিলের সমর্থনে ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই ধর্ণা কর্মসূচির মঞ্চ থেকে এই মন্তব্য করেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র। তিনি সিপিএম ও বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে আরজি করের আন্দোলনের প্রসঙ্গ টেনে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। আরজি কর আন্দোলনকে সামনে রেখে রাত দখলের নামে একদল লোক যে রাজনৈতিক ফায়দা লুটেছে সে কথাও উল্লেখ করেন সোনারপুর দক্ষিণের বিধায়ক।