ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে করা মন্তব্যের জন্য দলকে লিখিতভাবে দুঃখপ্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির পাঠানো শোকজ চিঠির জবাবে সোমবার রাতেই নিজের অবস্থান স্পষ্ট করে চিঠি দিয়েছেন কামারহাটির এই বিধায়ক।
চিঠিতে কী বলা হয়েছে ? (Madan Mitra)
দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো ওই চিঠিতে মদন মিত্র (Madan Mitra) জানিয়েছেন, তাঁর বক্তব্যের কারণে যদি দলের ভাবমূর্তিতে যদি কোনওরকম আঘাত লেগে থাকে, তিনি তা নিয়ে গভীরভাবে দুঃখিত এবং নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীলভাবে কথা বলবেন।
সূত্রের খবর, মদনের (Madan Mitra) জবাবদিহিমূলক চিঠিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশে ক্ষমা প্রার্থনার বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। দ্বিতীয় অংশে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কোন প্রেক্ষিতে ওই মন্তব্য করেছিলেন। যদিও চিঠির ভাষায় কোনওরকম আত্মপক্ষসমর্থনের চেষ্টা না করে, তিনি দলীয় ভাবমূর্তির প্রতি তাঁর দায়বদ্ধতাও প্রকাশ করেছেন।
বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল রাজনৈতিক মহল (Madan Mitra)
কসবায় ছাত্রী ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনা নিয়ে মদনের (Madan Mitra) মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে। শনিবার তিনি বলেন, ‘‘ওই মেয়েটি যদি ওখানে না যেত, ঘটনা ঘটত না। একা না গিয়ে কাউকে সঙ্গে নিলে হয়তো এমনটা হত না।’’ তাঁর আরও মন্তব্য ছিল, ‘‘অন্য মেয়েরাও যেন শিক্ষা নেয়, কেউ যেন একা কোথাও না যায়।’’এই মন্তব্যকে ‘অসাংবেদনশীল’ এবং ‘অপ্রয়োজনীয়’ বলে আখ্যা দেয় তৃণমূল নেতৃত্ব। দলীয় অবস্থান পরিষ্কার করে শনিবার রাতেই বিবৃতি দিয়ে জানানো হয়, মদনের মন্তব্য একান্তই ব্যক্তিগত এবং দল এর সঙ্গে একমত নয়।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ
রবিবার তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি মদন মিত্রকে শোকজ চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, ‘‘একটি ভয়াবহ এবং লজ্জাজনক ঘটনার প্রেক্ষিতে আপনি যেভাবে মন্তব্য করেছেন, তা দলের অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। এতে জনমানসে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’’ চিঠিতে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন : LPG Price Hike: জুলাইয়ের শুরুতেই কমল গ্যাসের দাম, স্বস্তির বার্তা রাজ্যে!
মদনের সুর নরম
সবমিলিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চাপের মুখে পড়ে বিধায়ক মদন মিত্র সুর নরম করেছেন। ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলেও দলের কাছে আশ্বাস দিয়েছেন তিনি। দলের তরফে এখনো তাঁর দেওয়া জবাবের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট নয়। তবে তৃণমূল সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন : Weather Report: আকাশ ভাঙা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, রাজ্যজুড়ে নিম্নচাপের প্রভাব!
এদিকে, এই একই ঘটনায় তৃণমূলের আরেক বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। দল তাঁর মন্তব্যকেও সমর্থন না করে সতর্ক করেছে বলেই সূত্রের
খবর।