ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কসবার (TMC MP Saayoni Ghosh) স্কুল পরিদর্শক দফতরে চাকরি হারানো শিক্ষকদের উপর পুলিশের লাঠি এবং লাথি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গে। সেই ঘটনায় পুলিশ তথা রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরা সুর চড়ালেও তৃণমূলের প্রথম সারির নেতা-মন্ত্রীরা প্রায় সকলেই প্রশ্ন তুলেছেন, কেন মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও চাকরি হারানো শিক্ষকেরা ডিআই অফিসে গিয়েছিলেন? উল্টো সুর শোনা গেল যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষের গলায়।
পুলিশের আরও ‘মানবিক’ হওয়া উচিত ছিল (TMC MP Saayoni Ghosh)
পুলিশের সমালোচনায় এবার চর্চায় যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বক্তব্য (TMC MP Saayoni Ghosh)। কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জের ঘটনায় পুলিশের আরও ‘মানবিক’ হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন সায়নী। ঘটনার পরপরই বুধবার তিনি বলেছিলেন, “এরকম ঘটনা হওয়া উচিত না। যে কোনও পরিস্থিতিতেই পুলিশের এমন আচরণ উচিত না। যাঁদের রুজিরুটি চলে গিয়েছে, যাঁরা যোগ্য প্রার্থী, যাঁরা বলি হচ্ছেন সিপিএম-বিজেপির রাজনীতির, তাঁদের সম্পর্কে এই মুহূর্তে আরও মানবিক হওয়া উচিত বলে আমার মনে হয়।”
শিক্ষকেরা কেন গেলেন ডিআই অফিসে? (TMC MP Saayoni Ghosh)
ডিআই অফিসের ঘটনা প্রসঙ্গে ব্রাত্য বলেছেন, ‘‘ডিআই অফিসে গিয়েছেন কেন? এক দিকে আমাদের সঙ্গে আলোচনা করতে চাইছেন। আবার একই সঙ্গে ধ্বংসাত্মক আন্দোলন করছেন। দুটো কী করে একসঙ্গে চলতে পারে?’’ কুণাল এবং ফিরহাদেরও মৌলিক প্রশ্ন, শিক্ষকেরা কেন গেলেন ডিআই অফিসে? তার পরে সায়নীর কথা নিয়ে শাসকদলের অন্দরেও আলোচনা শুরু হয়েছে (TMC MP Saayoni Ghosh)। এক প্রথম সারির নেতার কথায়, ‘‘সরকার এবং দলের উপর যখন চাপ তৈরি হয়, তখন একাংশ সামনে দাঁড়িয়ে মোকাবিলা করে আর অন্য অংশ ‘বিবেক’ সেজে ফুটেজ নিতে চায়।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আরজি কর পর্বেও এমন অনেক নজির আমরা দেখেছিলাম।’’
আরও পড়ুন: SSC Case: এসএসসি দুর্নীতি, চার ‘প্রভাবশালী’র ছায়ায় চাকরি হারালেন হাজার হাজার যোগ্য প্রার্থী!
ওই ভাবে লাথি মারা কখনওই কাম্য নয়
কসবা ডিআই অফিসের ঘটনা নিয়ে বুধবারই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘ওই ভাবে লাথি মারা কখনওই কাম্য নয়। পুলিশকর্মীদের বলাই হয়েছে, এ রকম যাতে কিছু না ঘটে।’’ আবার বৃহস্পতিবার কলকাতা পুলিশের পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক বিক্ষোভকারী বলছেন, ‘‘পেট্রল নিয়ে আয়, জ্বালিয়ে দেব।’’ এই পরিস্থিতিতেই পুলিশকে সংবেদনশীল হওয়ার বার্তা দিলেন যাদবপুরের সাংসদ সায়নী।
আরও মানবিক হওয়া উচিত
কসবার ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সায়নী বলেছেন, ‘‘যাঁদের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তা, দুর্ভাগ্যজনক। যাঁদের রুজি-রুটি চলে গিয়েছে, যাঁরা যোগ্য প্রার্থী, যাঁদের রাজনীতির বলি হতে হচ্ছে, তাঁদের সঙ্গে এই মুহূর্তে আরও মানবিক হওয়া উচিত বলে আমার মনে হয়।’’ সায়নী আরও বলেন, ‘‘পুলিশ-প্রশাসনকেও অনেক সংবেদনশীল হয়ে ইস্যুটাকে হ্যান্ডল করতে হবে।’’