ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাস্তা উদ্বোধনেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে (Tmc News)। একই রাস্তা দু-বার উদ্বোধন করলেন বিধায়ক ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। বসিরহাটের বাদুড়িয়ার যদুরহাটি উত্তর পঞ্চায়েতের ঘটনা। বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের যদুরহাটি উত্তর পঞ্চায়েতের একটি রাস্তা নির্মিত হয় জেলা পরিষদের বরাদ্দ অর্থে।
সূত্রের খবর, চলতি মাসের ২৬ জানুয়ারি ওই রাস্তার উদ্বোধন করেন বাদুড়িয়া বিধায়ক (Tmc News) কাজী আবদুল রহিম। এরপর সোমবার ওই একই রাস্তা একই জায়গায় আবার উদ্বোধন করেন বাদুড়িয়া জেলা পরিষদের শিক্ষার কর্মধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম (লিটন)। যা নিয়ে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে (Tmc News) ।
এই বিষয়ে বিধায়ক কাজী আব্দুল রহিম বলেন, ”তিনি জানেন না যে তিনি রাস্তা উদ্বোধন করার পরে আবার কেউ এসে সেই একই রাস্তায় আবার উদ্বোধন করেছেন।” পাশাপাশি তিনি এও বলেন যে, ”এক রাস্তা দু’বার উদ্বোধন করা যায় কি না তার জানা নেই।”
এই বিষয়ে জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ (Tmc News) বুরহানুল মুকাদ্দিম বলেন, ”ওই রাস্তা আগে কেউ উদ্বোধন করেছে কিনা আমার জানা নেই।”
আরও পড়ুন:https://tribetv.in/ordered-speedy-completion-against-sandip-ghosh/
আরও পড়ুন: https://tribetv.in/calcutta-hc-on-howrah-asks-for-case-diary-from-stat-gov/
ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ সরকার বলেন, ”বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তত প্রকাশ্যে আসছে। মানুষের উন্নয়নের কথা চিন্তা না করে তারা নিজেদের প্রচারের জন্য এক রাস্তা এক এক নেতা বারবার উদ্বোধন করছে।” এ বিষয়ে কংগ্রেস নেতা আব্দুল কাদের সর্দার বলেন, ”রাজ্যজুড়ে পিসি ভাইপোর যেমন বিবাদ, তেমনই নীচুস্তরের নেতাদের মধ্যেও একই ঘটনা দেখা যাচ্ছে। একটাই রাস্তা একই দলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে দুই নেতা উদ্বোধন করছেন (Tmc News)।”