ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দলের নেতৃত্বের চাবিকাঠি যে তিনিই তা ফের স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন দলীয় বিধায়কদের কড়া বার্তা। শৃঙ্খলা সকলকে মানতেই হবে। না হলে ব্যবস্থা নেওয়া হবে। পর পর ৩ দিন বিধানসভায় সময়মতো না এলে চতুর্থ দিনে সেই বিধায়ককে শোকজ করা হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
‘আমি চেয়ারপার্সন, আমিই শেষ কথা’ দলের রাশ নিজের হাতেই যে রেখেছেন, তা আরও একবার স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি এমন নয় যে, তৃণমূলের রাশ থাকত অন্য কারও হাতে কিন্তু দলের অন্দরেই দানা বেঁধেছিল একাধিক গুঞ্জন। নবীন- প্রবীণ বিতর্কে অভিষেক-মমতার মধ্যে দূরত্ব নিয়েও তৈরি হয়েছিল জল্পনা। সূত্রের খবর, দলের নেতৃত্বের চাবিকাঠি যে তিনিই তা ফের স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন দলীয় বিধায়কদের কড়া বার্তাও। দলীয় সূত্রে খবর, ছাত্র-যুব সংগঠনকে ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু ব্লকে সমস্যা থাকলে দেখবেন তিনিই।
অতীতে বিভিন্ন ইস্যুতে দলের নেতা, মন্ত্রী, সাংসদরা বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন। এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। দলীয় শৃঙ্খলা সবাইকে মানতে হবে। কোনও সদস্যের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তাঁকে শোকজ নোটিস দেওয়া হলে জবাব দিতেই হবে। অন্যথায় পর পর তিনটি শোকজ নোটিসে ওই সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হবে।
আরও পড়ুন:https://tribetv.in/tmc-mla-lovely-maitra-targets-opponents-over-rg-kar-protest-issue/
সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সব বিধায়কদের নিয়ে অরূপ বিশ্বাস একটি হোয়াটসআপ গ্রুপ তৈরি করবেন। সেখানেই নিজের অভিযোগ জানাতে পারবেন নিজেরাই। জাতীয় কর্মসমিতির বৈঠকে সকলকে দলের শৃঙ্খলা নিয়ে একপ্রস্ত কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তাহখানেকের ব্যবধানে এবার বিধানসভায় পরিষদীয় বৈঠক ডেকে ফের সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:https://tribetv.in/cm-mamata-banerjee-speaks-about-home-tourism-at-wb-assembly-on-today/
জানিয়েছেন, পর পর ৩ দিন বিধানসভায় সময়মতো না এলে চতুর্থ দিনে সেই বিধায়ককে শোকজ করা হবে। এরপর ছাব্বিশের নির্বাচনের কথা মনে করিয়ে মমতা বিধায়কদের উদ্দেশে বলেন, ‘বিধায়করা বাড়ি বাড়ি যান। ছাব্বিশের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিন। প্রশাসনিক কাজ যা বাকি থাকছে, আমায় জানান। আমি ব্যবস্থা করে দেব। দলের বাইরে কিছু বলার দরকার নেই। শৃঙ্খলা মানতে হবে সবাইকেই।’
আরও পড়ুন: https://tribetv.in/egg-price-increasing-rapidly-out-of-middle-class-reach/
সূত্রের খবর, বিধায়কদের বৈঠকে তৃণমূলে অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা নারায়ণ গোস্বামীকেও ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলেছেন, তোমাকে আর এদিক ওদিক যেতে হবে না। নিজের এলাকায় নজর দাও। সম্প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি নিয়ে কদিন আগে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন নারায়ণ গোস্বামী।