ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জগদ্ধাত্রী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাজনৈতিক চাপের কারণে প্রশাসনিক অনুমতি মেলায় সমস্যা। অবশেষে কলকাতা উচ্চ আদালতের নির্দেশের পর পুজো (Jagaddhatri Puja) করার অনুমতি পেল পুরুলিয়া সরকার পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি।
বাঙালির উৎসবপ্রেমী। উৎসবের মধ্যে দুর্গাপুজো, কালীপুজোর মতোই জনপ্রিয় জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja)। সেই পুজো ঘিরেও এবার রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক চাপে জগদ্ধাত্রী পুজোর মিলছিল না প্রশাসনিক অনুমতি। প্রশাসনের বিরুদ্ধে এমনি অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন পুরুলিয়া সরকার পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া সদর মহকুমা দফতরে স্মারকলিপি দেয় পুরুলিয়া হিন্দু সচেতনতা মঞ্চ।
আরও পড়ুন: Hooghly News: ‘ছেলে যেন পাশ করে যায়’, পুজো উদ্বোধনে গিয়ে প্রার্থনা রচনার
গত ১১ বছর ধরে পুরুলিয়া শহরে ১৯ নম্বর ওয়ার্ডে সরকার পাড়ায় জগদ্ধাত্রী পুজো আয়োজন করে আসছেন এলাকার দাপুটে নেতা তথা বিজেপি জেলা সহ সভাপতি গৌতম রায়। প্রতিবছরের মত এই বছর জগদ্ধাত্রী পুজোর জন্য প্রশাসনিক অনুমতি চেয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয় পুজো কমিটি।
অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর বৈদ্যনাথ মণ্ডলের নেতৃত্বে সরকার পাড়া দুর্গাপুজো কমিটি ওই পুজো বাধা দিতে প্রশাসনকে চাপ সৃষ্টি করে। জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja) কমিটি সদস্যদের অভিযোগ, বাংলাদেশের কায়দায় তৃণমূল পুরুলিয়ায় হিন্দুদের পুজোয় বাধা সৃষ্টি করছে। যদিও এই ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কথা অস্বীকার করেছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়ার।