ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘বারো মাসে তেরো পার্বণ’—এই প্রবাদ যেন ফের প্রাণ পেল পয়লা বৈশাখের দিনে। বাংলা নববর্ষের দিন এবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে বাংলা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day Celebration)। রাজ্যজুড়ে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
‘গিরিশ পার্ক-ঠাকুরবাড়ি’ শোভাযাত্রা (West Bengal Day Celebration)
বিশেষ করে নজর কেড়েছে তৃণমূল মহিলা কংগ্রেস-এর আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা। উত্তর কলকাতা মহিলা কংগ্রেস-এর উদ্যোগে ও সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে গিরিশ পার্ক থেকে শুরু হয় এই রঙিন শোভাযাত্রা। ঢাক-ঢোল, লোকনৃত্য, সঙ্গীতের তালে শোভাযাত্রাটি পরিক্রমা করে গিরিশ পার্কের তারক প্রামাণিক স্ট্রীট, মুক্তারাম বাবু স্ট্রীট হয়ে পৌঁছায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত (West Bengal Day Celebration)।
আরও পড়ুন: Poila Boishakh: ধর্ম বনাম সংস্কৃতি! বিজেপির ‘হিন্দু নববর্ষ’ প্রচারের জবাব বাঙালিয়ানায়
ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এরপর ঠাকুরবাড়ির বাইরেই আয়োজিত সভায় বক্তব্য রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল নেত্রী স্মিতা বকসী, অর্পিতা ঘোষ, প্রিয়দর্শিনী হাকিম, মালা সাহা সহ একাধিক নেতৃবৃন্দ।

বিজেপির সাম্প্রতিক অভিযোগের পাল্টা জবাবে চন্দ্রিমা বলেন, “যারা বাংলা দেখে জ্বলছে, তারাই বাংলা জ্বালানোর চেষ্টা করছে। বাংলা শান্তির পথেই আছে, কিন্তু সেটা বিজেপি দেখতে পায় না।” তিনি আরও জানান, বাংলা নববর্ষের দিনে রাজনীতি নয়, বরং শান্তি, ঐক্য ও সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিতে এই শোভাযাত্রা (West Bengal Day Celebration)। সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতির আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: Bar Puja:ঐতিহ্যবাহী বার পুজোয় মাতল ময়দান, নতুন মরশুমে সাফল্যের শপথ দুই প্রধানের
এই শোভাযাত্রা শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং বাংলা সংস্কৃতির এক বর্ণময় উৎসব হয়ে উঠেছিল। ঢাকের শব্দ, পল্লিগীতি, ঐতিহ্যবাহী সাজসজ্জা ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ—সব মিলিয়ে নববর্ষের দিনে এক অন্যরকম আবহ তৈরি হয় কলকাতার রাস্তায়।