Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রবিবার বিকেলের শান্ত পরিবেশ হঠাৎই ভেঙে দিল প্রবল ভূমিকম্প (Today Earthquake in Kolkata)। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের ঢেকুয়াঝুলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৫.৯। কম্পনের গভীরতা ছিল তুলনামূলকভাবে কম, তাই আশপাশের বহু এলাকায় প্রবলভাবে অনুভূত হয় এই কাঁপুনি।
উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পন (Today Earthquake in Kolkata)
উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল এই ভূমিকম্পে কেঁপে ওঠে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দার্জিলিং—প্রায় সমস্ত জেলা থেকেই মাটির কাঁপুনি অনুভূত হওয়ার খবর মিলেছে। রাস্তায়, বাজারে কিংবা বাড়ির ভিতরে—যেখানেই মানুষ ছিলেন, সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

কলকাতাতেও টের পাওয়া গেল ভূমিকম্প (Today Earthquake in Kolkata)
যদিও কেন্দ্রস্থল থেকে দূরে, তবুও বাদ যায়নি দক্ষিণবঙ্গ। কলকাতার বহু এলাকাতেও হালকা কম্পন টের পান সাধারণ মানুষ। বহুতলে বসবাসকারীরা মাটির কাঁপুনি আরও স্পষ্টভাবে অনুভব করেন। এমনকি শহরের কিছু অফিস ও আবাসনে মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।

প্রতিবেশী দেশেও কাঁপুনি (Today Earthquake in Kolkata)
এই ভূমিকম্পের প্রভাব সীমান্ত পেরিয়ে পৌঁছে যায় প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানেও। সেখানকার বাসিন্দারাও প্রবল কাঁপুনি অনুভব করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে পুরো পূর্ব হিমালয় অঞ্চলে।

আরও পড়ুন : London: লন্ডনের রাস্তায় জনস্রোত, চাপে সরকার বিস্ফোরণ আগুন
দুলছে সিলিং ফ্যান (Today Earthquake in Kolkata)
শিলিগুড়ি থেকে পাওয়া এক ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ঘরের সিলিং ফ্যান জোরে দুলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এত জোরে মাটি কেঁপেছিল যে, একতলায় বসে থাকা মানুষও সহজেই টের পান। তবে বহুতলে থাকা মানুষজন পরিস্থিতি আরও প্রকটভাবে বুঝতে পেরেছেন।
সতর্ক প্রশাসন (Today Earthquake in Kolkata)
ভূমিকম্পের তীব্রতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও প্রশাসন সর্বত্র সতর্ক রয়েছে। হাসপাতাল, দমকল ও উদ্ধারকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।