Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সকাল হলেই চোখ চলে যায় শেয়ার বাজারের দিকে (Today Stock market)। শেয়ার বাজার প্রতিদিনই ওঠানামা করে। কখনও বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটায়, আবার কখনও গভীর দুশ্চিন্তায় ফেলে দেয়। তাই প্রতিদিনের বাজারের খবর জানা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ আপাতত, শেয়ার বাজার দিনভর ইতিবাচক।
সেনসেক্স ও নিফটি—দুই প্রধান সূচকই উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী ছিল। বিশেষ করে ইনফোসিসের শেয়ার বাইব্যাক পরিকল্পনা, GST সংস্কারের সম্ভাবনা এবং ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনার আলো দেখাচ্ছে, এই খবরগুলো বাজারে নতুনভাবে সাড়া ফেলেছে। ফলে প্রযুক্তির আর্থিক খাতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে।
ইনডেক্স এর অবস্থা (Today Stock market)
- নিফটি ৫০: প্রায় 25,000 পয়েন্টের উপরে গেছে, 0.55% বৃদ্ধি।
- সেনসেক্স : প্রায় 81,530 পয়েন্টে উঠেছে, 0.53% বৃদ্ধি।

বাজার ওঠার প্রধান কারণ কী? (Today Stock market)
- ইনফোসিস শেয়ার বাইব্যাকের খবর: বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ, IT সেক্টরে বড় উত্থান।
- GST হার কমার সম্ভাবনা: অটো, FMCG, বীমা ইত্যাদি ভোক্তা খাতে ইতিবাচক প্রভাব।
- ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনার সম্ভাবনা: দুই দেশের মধ্যে নতুন ট্রেড চুক্তি হলে লাভবান হবে ভারতীয় বাজার।
- আমেরিকার সুদের হার কমতে পারে এই প্রত্যাশা: বৈশ্বিকভাবে শেয়ার মার্কেটে ইতিবাচক।
কোন সেক্টর ভালো করেছে (Today Stock market)
- IT: TCS, Infosys, HCL Technologies, Tech Mahindra – শেয়ারের দাম বেড়েছে।
- ইনফ্রাস্ট্রাকচার ও ফিন্যান্স: L&T, Jio Financial – ভালো বৃদ্ধি।
- ফার্মাসিউটিক্যালস: Dr. Reddy’s Labs – ইতিবাচক ফলাফল।

ঝুঁকি ও সতর্কতা! (Today Stock market)
- আমেরিকার নতুন Outsourcing Tax ছাড়: ভারতীয় IT সেক্টরে ভবিষ্যতে চাপ আনতে পারে।
- আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক অস্থিরতা: বাজার হঠাৎ ওঠানামা করতে পারে।
আরও পড়ুন: Vice President Election: উপরাষ্ট্রপতির পদে আসীন হলেন সিপি রাধাকৃষ্ণন
কোন প্রবণতার দেখা মিললো!
আজকের শেয়ার বাজারে মোটের ওপর ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সেনসেক্স ও নিফটি দুটোই উঁচুতে শেষ হয়েছে। প্রধান কারণগুলির মধ্যে আছে ইনফোসিস বাইব্যাক পরিকল্পনা, GST সংস্কারের সম্ভাবনা ও ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনার আশাবাদ।
(ভাবিয়া করিয়ে কাজ, করিয়া ভাবিও না। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য হিসেবে দেয়া হয়েছে। তাই যেকোনো বিনিয়োগের পূর্বে মার্কেট সমন্ধে ভাল করে পরে নিতে হবে এবং বিশষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্চনীয়।)