Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে (Today Weather)। গত দেড় মাসে এটি ১৩ নম্বর নিম্নচাপ বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। প্রায় টানা নিম্নচাপের দাপটেই গোটা বাংলা বারবার বৃষ্টিতে ভিজছে। উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটি মঙ্গলবার থেকেই নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, বুধবার তা আরও ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুজোর মুখে বারবার নিম্নচাপ এবং তার ফলে তৈরি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষের মনে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেরই প্রশ্ন—তাহলে কি এবারের দুর্গাপুজোও বৃষ্টিতে ভেসে যাবে? তবে তার উত্তর দেবে সময়ই।
দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা (Today Weather)
হাওয়া অফিস জানিয়েছে, বাংলার প্রায় প্রতিটি জেলাতেই বুধবার বৃষ্টি হবে এই নিম্নচাপের প্রভাবে। তবে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টির প্রাবল্য বেশি থাকবে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তরের অনুমান, দুই দিনেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সাত থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টি (Today Weather)
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমী অক্ষরেখার প্রভাব (Today Weather)
এই নিম্নচাপের পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের, চুরু, গুনা হয়ে মধ্যপ্রদেশের জবলপুরের উপর দিয়ে ওড়িশার কেওনঝাড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ মিলিয়েই বাংলায় প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আবহবিদদের মতে, নিম্নচাপটি ওড়িশার উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। তার জেরেই দক্ষিণবঙ্গ আরও বেশি ভিজবে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সতর্কবার্তা (Today Weather)
বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হয়ে উঠবে সমুদ্রও। তাই মৎস্যজীবীদের ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বৃষ্টি হলেও গরম কমবে না (Today Weather)
তবে আশার খবর নেই। বৃষ্টি হলেও গরমের হাত থেকে মুক্তি মিলবে না। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। কলকাতা ও শহরতলিতে ইতিমধ্যেই ভ্যাপসা গরম এবং আর্দ্রতার দাপটে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠেছে।
দুর্গাপুজোর আগে চিন্তা
সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে সময়টা। সেপ্টেম্বর মাসের শেষের দিকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগেই ফের এক দফা নিম্নচাপ এবং তার ফলে বৃষ্টির পূর্বাভাস নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে। পাড়ায় পাড়ায় প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রচুর টাকা খরচ করে বিশাল বাজেটের প্রতিমা, আলোসজ্জা এবং প্যান্ডেল তৈরি হচ্ছে। কিন্তু আবহাওয়ার এই বারবারের ভ্রুকুটিতে চিন্তায় পড়েছেন পুজোকর্তারাও। কোথাও কোথাও কুমোরটুলির মাটির মূর্তি বানাতেও সমস্যার সৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে।
একদিকে প্রকৃতির খামখেয়ালি আচরণ, অন্যদিকে দুর্গাপুজোর প্রস্তুতি—এই দুইয়ের মধ্যে টানাপোড়েন এখন সর্বত্র। মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরছে—তাহলে কি পুজো ভিজিয়ে দেবে বৃষ্টি? আবহাওয়া দপ্তর বলছে, এখনই সুনিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে আপাতত এই নিম্নচাপ বাংলার মানুষকে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপহার দিতেই চলেছে।