ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক দিন ধরে রাজ্যজুড়ে বৃষ্টি যেন নিয়মিত সঙ্গী (Weather update)। দক্ষিণবঙ্গে চলছে একটানা হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও দেখা দিচ্ছে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়াও।
দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস (Weather update)
কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে চলছে একটানা বৃষ্টি। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাব (Weather update)
চলতি বর্ষায় একাধিক ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার সক্রিয় অবস্থানের কারণে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। বর্তমানে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে, যা জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল পর্যন্ত বিস্তৃত।
উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতার আবহাওয়া চিত্র
কলকাতায় আজ বৃহস্পতিবার আকাশ থাকবে মূলত মেঘলা (Weather update)। কিছু সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাত-সহ। দক্ষিণ দিক থেকে ৩০–৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি — আপেক্ষিক আর্দ্রতা ৯১ থেকে ৯৮ শতাংশ।
আগামী দিনের পূর্বাভাস
শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া (Weather update), পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
- নদীর পাশবর্তী ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
- প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।
- বজ্রপাতের সময় গৃহের বাইরে থাকা থেকে বিরত থাকুন।
- হালকা গাড়ি, বাইক বা স্কুটার চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
আরও পড়ুন: Blast in Mohali : মোহালির অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে ওঠে ২ কিমি পর্যন্ত এলাকা
বর্ষা মরসুমে এমন আবহাওয়া অস্বাভাবিক নয়, তবে ঘন ঘন ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার সক্রিয়তা এবছর বৃষ্টির মাত্রাকে তুলনামূলকভাবে বাড়িয়ে দিয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক। দুর্যোগ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকা জরুরি।