Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শোভন সোহিনীর প্রথম বিজয়ার ছবি উঠে এলো শ্রাবন্তীর ইনস্টাগ্রামে। বিয়ের পর এই প্রথম পুজো তাঁদের। শুধু তাই নয়, বিজয়া দশমী সারাদিনটা কীভাবে কাটল এই তারকা দম্পতির? জানুন তার খুঁটিনাটি। চলতি বছরের ১৫ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহিনী ও শোভন। তাদের বিয়ের পর এটাই ছিল প্রথম পুজো।
বিয়ের পর প্রথম পুজোর জন্যই আর পাঁচজন বাঙালি দম্পতির মতোন ভীষণই এক্সাইটেড ছিলেন সোহিনী-শোভন। তার সঙ্গে ছিল অভিনেত্রীর প্রথম সিঁদুর খেলা। দশমীর সারাটাদিন ঠিক কী ভাবে কাটালেন তাঁরা?
তাদের দশমীর দিন কী ভাবে কাটলো সেই ছবিই দেখতে পাওয়া গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিতে। শোভন সোহিনীকে দেখা গেল সিঁদুর মাখা মুখে লাল শাড়িতে এবং তার সঙ্গে গায়ক শোভনকে দেখা গেল লাল পাঞ্জাবীতে। একটি ঘরোয়া আসরে তারা গাইছিলেন গান। যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। আর এই সব মুহুর্তগুলো উঠে এসেছে শ্রাবন্তীর ইনস্টা স্টোরিতে। আর শুধু তাই নয়, বিয়ের পর প্রথম বছর বিজয় দশমীটা শোভন সোহিনী কাটালেন তাদের প্রিয় বন্ধু-বান্ধবদের সঙ্গে গান গেয়ে মজা করে।