ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: গত বছর বড়দিনের সময় মুক্তি পেয়েছিল টলিপাড়ার (Tollywood New Cinema) বিগ বাজেট সিনেমা ‘খাদান’। সেই একই সময়ে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ও। তখন সন্তান ছবির অভিনেতা ঋত্বিক চক্রবর্তী নাম না করেই আক্রমণ করেছিলেন দেব ভক্তদের। সেই পোস্টের বিরোধিতা করে দেবের পাশে দাঁড়িয়েছিলেন পরিচালক বিরসা দাসগুপ্ত। এবার রাজ পত্নী শুভশ্রীকেই নায়িকা হিসেবে বেছে নিলেন পরিচালক।
টলিউড বনাম টলিউড? (Tollywood New Cinema)
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় ‘খাদান’ রিলিজ করেছিল বড়দিনের আগে। সেই একই সময়ে রাজ চক্রবর্তীর ‘সন্তান’ও রিলিজ করে। কিন্তু স্বাভাবিকভাবেই দেব যেহেতু এতদিন বাদে কমার্শিয়াল সিনেমা করছে তাই ‘খাদান’ ক্রেজ ছিল তুঙ্গে। সেই সময় ঋত্বিক চক্রবর্তী ফেসবুকে লিখেছিলেন, ‘চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!’
পরিচালকের উত্তর (Tollywood New Cinema)
অভিনেতার এই পোস্টের প্রতিবাদ করে বিরসা দাসগুপ্ত লিখেছিলেন, ‘আমি বুঝি না, কেন কিছু মানুষ সবসময় দেবের সাফল্যে এত ঈর্ষান্বিত হন? কেন? আরে ভাই, ওকে ওর প্রাপ্যটা দাও! বাংলা মূলধারার সিনেমা ওরজন্যই ফিরে এসেছে, ধন্যবাদটা দিন।’
শুভশ্রীই নায়িকা
এবার এই পরিচালক তার নতুন কাজে (Tollywood New Cinema) সঙ্গে নিয়েছেন রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)। ছবির নাম এখনও জানা না গেলেও নায়িকার চরিত্রে যে শুভশ্রীই অভিনয় করবেন তা কিন্তু একেবারে ফাইনাল। সূত্রের খবর অন্তত তাই বলছে। কৌশিক সেন এবং উষসী রায় থাকবেন এই ছবিতে। ছবির চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত।
আরও পড়ুন: Arjun Kapoor Accident: কুনজরে বলিপাড়া? এবার জখম অর্জুন কাপুর!
সিনেমা বৃত্তান্ত
কাজের সূত্রে ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’ হল বিরস দাসগুপ্তের পরিচালনায় শেষ ছবি। তারপর আর সিনেমা না বানালেও জিও মুভিজে মুক্তি পেয়েছিল হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ম্যাজিক অফ শিরি’। এই ওয়েব সিরিজে দেখা মিলেছিল দিব্যাঙ্ক ত্রিপাঠি, জাভেদ জাফরি, নমিত দাসের।অন্যদিকে, শুভশ্রীকে শেষ দেখা গিয়েছিল ‘সন্তান’ ছবিতে। বলিষ্ঠ উকিলের ভূমিকায় ফাটিয়ে অভিনয় করেছিলেন তিনি। তারও আগে রাজের পরিচালনায় ‘বাবলি’তে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। দর্শকরা বলছে অনেকদিন পর রাজ ছাড়া অন্য কারোর পরিচালনায় কাজ করবেন তাদের প্রিয় অভিনেত্রী। তাই সিনেমা মুক্তির দীর্ঘ অপেক্ষায় রয়েছে তারা।