ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যে হাতে একসময় থাকত ডায়লোগ লেখা খাতা, এখন সেই হাতেই তুলে নিতে হয়েছে খুন্তি। কাজ নেই ফলে ফুটপাতে মুখরোচক খাবারের অস্থায়ী দোকান খুলে দিন চালাচ্ছেন একাধিক জনপ্রিয় বাংলা মেগা ধারাবাহিকের পরিচালক। অয়ন সেনগুপ্ত (Tollywood News), তপন থিয়েটারের সামনে খোলা তাঁর দোকানে তাঁকে সাহায্য করছেন স্ত্রীও।
তিনি ছোটো পর্দার একাধিক জনপ্রিয় বাংলা মেগা ধারাবাহিকের পরিচালক (Tollywood News)। ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘দ্বীপ জ্বেলে যাই’, ‘জয়ী’, ‘ভানুমতির খেল’, ‘সন্ধ্যাতারা’- এর মতো জনপ্রিয় সব মেগা সিরিয়াল পরিচালনা করেছেন। কিন্তু গত দু’বছর ধরে হাতে কোনও পরিচালনার কাজ নেই। ফলে পেট চালাতে একপ্রকার বাধ্য হয়েইই তপন থিয়েটারের সামনে ফুটপাতে মুখরোচক খাবারের অস্থায়ী দোকান করেছেন।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-to-visit-sandeshkhali/
আরও পড়ুন: https://tribetv.in/manoj-gupta-fake-passport-case-was-arrested-by-police/
তিনি অয়ন সেনগুপ্ত, টলি পাড়ার (Tollywood News) একদা পরিচিত নাম। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তাঁর সংসার। ‘পেটুক’ নামের দোকানে পাওয়া যাচ্ছে ঘুগনি, চিকেন পকোড়া, বিভিন্ন ধরনের চপ-সহ আরও অনেক কিছু। তাঁর স্ত্রীও যুক্ত অভিনয়ের সঙ্গে। তিনিও দোকানে কাজে সাহায্য করছেন তাঁর পরিচালক (Tollywood News) স্বামীকে। সোমবার বাদে রোজই দোকান খোলা। পেটুকের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অয়ন বাবু। তবে আশাবাদী আগামীদিনে আবারও যুক্ত হবেন পরিচালনার কাজে (Tollywood News)।