ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ের দিনটা সকলেই স্মরণীয় করতে চান। সবার জীবনেই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। বিয়ের দিনের সাজ, ওয়েডিং ভেন্যু কোথায় হবে, কেমন হবে এ নিয়ে পরিকল্পনা থাকে অনেক দিনের। শহরের উপকন্ঠে কিংবা শহরের বাইরে অনেকেরই প্রথম পছন্দ ওয়েডিং ডেস্টিনেশন (Destination Wedding)। পরিবার, নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবদের নিয়ে শহরের কোলাহল থেকে দূরে কোথাও নিরিবিলি এবং সৌন্দর্যে ঘেরা জায়গা যদি হয় আপনার সাত পাকের ঠিকানা? গাছ-গাছালি ঘেরা এই প্রাকৃতিক পরিবেশে বিয়ের অনুষ্ঠান সারতে পারেন আপনিও। হোটেল, ব্যাঙ্কোয়েট থেকে স্যুইমিং পুল সবই পাবেন একসঙ্গে।
রইল বেশ কয়েকটি সাত পাকের ঠিকানা?
1. জয়পুর
বিয়ের থিমে যদি রাজকীয়তার ছোঁয়া রাখতে চান তা হলে আপনার ডেস্টিনেশন হয়ে উঠতে পারে দ্য পিঙ্ক সিটি অর্থাৎ জয়পুর। রাজপ্রাসাদ, রামবাগ প্রাসাদ, জয় মহল প্রাসাদের মতো বিলাসবহুল অট্টালিকার পাশাপাশি কিছু পুরনো অট্টালিকাও রয়েছে এখানে। তাজ জয় মহল প্যালেস, প্রাইড অ্যাম্বার ভিলাস রিসর্ট, ওবেরয় রাজবিলাস প্যালেস, আলসিসার হাভেলি, ফেয়ারমন্ট জয়পুর ইত্যাদি এখানকার বিখ্যাত ওয়েডিং ডেস্টিনেশন (Destination Wedding)।
2. গোয়া
ভাবুন তো, আপনার সাত পাকের সাক্ষী হচ্ছে গোয়ার সমুদ্রের অতল নীল জল আর রোদমাখা বালিতে ভরা ছবির মতো সৈকত! বিয়ের আয়োজন কোনও হোটেলে হতে পারে, অথবা একেবারে সোনালি সাগরতটে, যেখানে ঢেউ আর সূর্য মিলেমিশে একাকার। দ্য লীলা, দ্য তাজ এক্সোটিকা ছাড়াও আরও বেশ কিছু অসাধারণ ঠিকানা রয়েছে এখানে। বাজেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন ম্যারেজ (Destination Wedding) ভেন্যু হিসেবে গোয়া সুপারহিট। শুধু তাই নয়, অফ-সিজনে বিয়ের পরিকল্পনা করলে ভালো ডিল পাবেন। তবে শীতকালে গোযা বেশ ব্যয়বহুল। তাই আগামী গ্রীষ্মে গোয়ার সমুদ্রের ধারে সাতপাকে ঘোরার প্ল্যান করে ফেলুন। মোটামুটি ২০০ জন অতিথির আপ্যায়ন সহ বিয়েতে খরচ পড়বে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা।
3. ঋষিকেশ
শুধুমাত্র হিন্দুদের পবিত্র তীর্থস্থান নয় প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও উত্তরাখণ্ডের ঋষিকেশের কোনও তুলনা হয় না। পার্বত্য অঞ্চলে গঙ্গার উচ্চ প্রবাহের ধারে বিয়ে করা হিন্দু বিবাহের এক পবিত্র দিক। গরমে ঋষিকেশের আবহাওয়া অত্যন্ত মনোরম। ঋষিকেশের বেশ কয়েকটি আশ্রমে বিবাহ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও চাইলে কোনও হোটেল বা রিসর্টের সঙ্গে যোগাযোগ করা যায়। বাজেট আয়ত্তের মধ্যেই হবে। ঋষিকেশের চারপাশে শুধু সবুজ আর সবুজ। গঙ্গার ধারে পাহাড়ের উপত্যকায় বিবাহ বাসর যেন অনেকটা স্বপ্নের মতো। চাইলে বিয়ের পর ঋষিকেশ (Destination Wedding) কিংবা সংলগ্ন কোনও স্থানে হানিমুনটাও সেরে ফেলতে পারেন। অন্যদিকে বাড়ির বয়স্ক সদস্যরা সেরে ফেলতে তীর্থ। এখানে ২০০ জন অতিথির খাবার সহ বিয়ের খরচ হবে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকা।
4. যোধপুর
এখানের প্রাসাদ, দুর্গ এবং মন্দিরের গায়ে রয়েছে ইতিহাসের ছোঁয়া, যা আপনাকে এক অদ্ভুত রোমাঞ্চের অনুভূতি দিতে পারে এক লহমায়। দ্য ব্লু সিটি অর্থাৎ যোধপুরের শিল্প নৈপুণ্য এবং লোকসঙ্গীত আপনার বিশেষ দিনটিকে করে তুলতে পারে আরও প্রাণবন্ত। উমেইদ ভবন প্যালেস, দ্য তাজ হরি মহল অ্যান্ড অজিত ভবন, দ্য বালসামান্দ লেক জনপ্রিয়।