ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙালি পুরুষও ভালো নাচতে পারে। আর সেটা প্রমাণ করলেন টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। তাও আবার বলিউডে (Bollywood)। হঠাৎ টোটা বললেন, বাঙালি পুরুষ ভালোই নাচতে পারে। কিন্তু কেন হঠাৎ এমন মন্তব্য?
নাচেন ভালো টোটা (Tota Roy Chowdhury)
টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury) এমন একজন ব্যক্তিত্ব। যার মধ্যে অভিনয় সত্তার পাশাপাশি রয়েছে একটা একজন ভালো নৃত্য শিল্পীর সত্তা। প্রতিম ডি গুপ্তা পরিচালিত ‘চালচিত্র’ ছবিতে বিশেষ প্রচারমূলক গানে দর্শক দেখতে পাবেন, টোটা আর শান্তনুকে, একসঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘জানি না মানে’ শীর্ষক সেই গানের ভিডিয়ো। তার আগে রীতিমত রিহার্সাল চলছে পরের দিন শুটিংও শেষ। প্যাকআপের পর প্রতিমের অনুরোধ ছিল, গানে টোটা যদি তার মতো করে নাচতেন, তাহলে বিষয়টা কেমন হত?
ব্রেক ড্যান্স এনেছিলেন টোটা (Tota Roy Chowdhury)
একটা সময় বাংলা ছবিতে ব্রেকডান্সকে জনপ্রিয় করেছিলেন টোটা। প্রতিমের অনুরোধ তিনি ফেরালেন না। বরং অতীতে ফিরলেন। আর সেখানেই দেখা গেল, পুরনো ফর্মে টোটা রায় চৌধুরীকে। এক সাক্ষাৎকারে অভিনেতা হেসে বললেন, বাঙালি হিসেবে আমরা কিন্তু কারোর থেকে কম নই। বাঙালি পুরুষও ভালো নাচতে পারে। সেটা প্রমাণ করতে পেরে ভালো লেগেছিল।
আরও পড়ুন: Salman Khan: শুটিং ফ্লোরে সলমনকে মারার হুমকি! বিষ্ণোই গ্যাং তাড়া করছে ভাইজানকে?
ডোলা রে গানে নেচেছেন টোটা
প্রসঙ্গত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani) ছবিতে ‘ডোলা রে’ গানে নাচতে দেখে, রীতিমত সোশ্যাল মিডিয়ায় টোটার বিচার বসিয়েছিল কিছু ট্রোলাররা। কিন্তু অনেকেই ভুলে গিয়েছিলেন যে, টোটা ব্রেকডান্সও করতে পারেন। আর সেটা অনেকেই জানেন না। বর্তমানে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) খ্যাত শান্তনু মহেশ্বরী (Shantanu Maheshwari) কিন্তু প্রথম সারির একজন ডান্সিং হিরো। টোটার নাচ দেখে শান্তনু রীতিমত চমকে যান। টোটাকে জড়িয়ে ধরেন।
সব সময়য় ফিট টোটা
টোটাকে সব সময় দেখবেন ফিট। তাছাড়া অভিনেতা একটু ফিট থাকতেই বেশি পছন্দ করেন। চুল দাড়িতে পাক ধরেছে তো কি হয়েছে। বয়স তো একটা সংখ্যা মাত্র। অভিনেতার কথায়, যতদিন তিনি ফেলুদা চরিত্রে অভিনয় করবেন, ততদিন তাঁকে ফিট থাকতেই হবে। চেষ্টা করছেন ২৭ বছরের ফিটনেস ধরে রাখতে।
আরও পড়ুন: Naga-Sobhita Wedding: নাগা-শোভিতার বিয়েতে চমক, সামান্থাকে নিয়ে চিন্তিত অনুরাগীরা
মুক্তির অপেক্ষায় চালচিত্র
টোটা রায়চৌধুরী শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি ভালো নৃত্যশিল্পীও। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ ছবি। এখানেই ঊষা উত্থুপের গাওয়া ‘জানি না মানে’ গানটিতে দেখতে পাবেন টোটা রায়চৌধুরী আর শান্তনু মহেশ্বরীকে।
পালকি মলহোত্রার তত্ত্বাবধানে শুটিং
মুম্বাইয়ের কোরিওগ্রাফার পালকি মলহোত্রার তত্ত্বাবধানে এই গানের রিহার্সাল এবং শুটিং শেষ হয়েছে। এই গানের ভিডিয়োতে তাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। এই মুহূর্তে টোটা মুম্বইয়ে শুটিংয়ে ব্যস্ত। অভিনেতার কথায়, নাচ প্রথম ভালোবাসা। একবার পরিচালক প্রভাত রায় তাঁর কাছে জানতে চেয়েছিলেন, টোটা নাচতে পারেন কিনা। পরিচালককে টোটা একটি শোয়ের তাঁর নাচের ভিএইচএস ক্যাসেট পাঠান। আর সেটা দেখে সঙ্গে সঙ্গে টোটাকে নির্বাচন করেন পরিচালক।