ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় দূর্যোগের আশঙ্কা। আগে থেকেই সতর্কতা অবলম্বন করে শিয়ালদহ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত পূর্বরেল কর্তৃপক্ষের। ঘূর্ণিঝড় দানার জেরে বড়সড় প্রভাব পড়তে চলেছে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন চলাচলে৷ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে প্রায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করার ঘোষণা।
ঘূর্ণিঝড় ‘দানা’-র জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ। একইভাবে শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার পর থেকে শিয়ালদহ স্টেশনের কোনও শাখা থেকে ছাড়বে না কোনও লোকাল ট্রেন। এমনকি হাসনাবাদ, নামখানা, অন্যান্য স্টেশন থেকেও ছাড়বে না কোনও ট্রেন। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: মেট্রোলাইনে ফের আত্মহত্যার চেষ্টা! ব্যস্ত সময়ে দুর্ভোগের শিকার যাত্রীরা
শুধু লোকাল ট্রেনই নয়, দানা জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাওড়া, শিয়ালদহ, শালিমার, সাঁতরাগাছির মতো স্টেশন থেকে ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর বহু এক্সপ্রেস এবং মেল ট্রেনও বাতিল করা হয়েছে৷
রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, রেলের সময়সূচি দেখে নিজেদের যাত্রাসূচি ঠিক করার জন্য। যাত্রীদের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফেও ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হয়েছে। রাজ্য ও জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।