Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত মার্চে পাকিস্তানের জাফর এক্সপ্রেস অপহরণের দায় স্বীকার করল (Train Hijacked In Pakistan) বালোচ লিবারেশন আর্মি (BLA)। তাদের মুখপত্র ‘হাক্কাল’-এর মাধ্যমে সম্প্রতি একটি ৩০ মিনিটের ভিডিও প্রকাশ করে তারা জানায়, কী ভাবে অপারেশন ‘দারা-এ-বোলান ২.০’ চালিয়ে তারা পুরো ট্রেন অপহরণ করেছিল। ভিডিওতে বিশদে তুলে ধরা হয়েছে, কী ভাবে এই অভিযানের পরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবায়ন হয়েছিল।
কীভাবে হয়েছিল? (Train Hijacked In Pakistan)
১১ মার্চ, কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে প্রায় ৪৫০ জন যাত্রী ছিলেন(Train Hijacked In Pakistan)। দক্ষিণ-পশ্চিম বালোচিস্তানের প্রত্যন্ত বোলান এলাকায় রেললাইন উড়িয়ে দেয় বিদ্রোহীরা, যার ফলে ট্রেনটি থেমে যায়। সেই সুযোগেই ট্রেনটি ঘিরে ফেলে BLA-এর ‘মজিদ ব্রিগেড’ বাহিনী এবং অপহরণ করে পুরো ট্রেন।
বিদ্রোহীরা কী বলছেন?(Train Hijacked In Pakistan)
ভিডিওতে মুখ ঢাকা এক বিদ্রোহী বলেন, “আমাদের লড়াই এমন জায়গায় পৌঁছেছে, যেখানে এই কঠিন সিদ্ধান্ত ছাড়া উপায় ছিল না। আমাদের তরুণরা প্রস্তুত ছিল(Train Hijacked In Pakistan)। তারা জানত, জীবন বিপন্ন করেই স্বাধীনতার পথে এগোতে হবে।” তিনি আরও বলেন, “বন্দুক থামাতে বন্দুকের প্রয়োজন হয়। যখন সন্তান আত্মবলিদানের জন্য প্রস্তুত, তখন পিতা আর পিছিয়ে থাকতে পারে না।”

আরও পড়ুন: Britain EU Relation : বিচ্ছেদের পর নতুন সমঝোতা! EU-এর সঙ্গে নয়া চুক্তি ব্রিটেনের
বিদ্রোহীদের কী অভিযোগ? (Train Hijacked In Pakistan)
বিদ্রোহীদের অভিযোগ, পাকিস্তানের (Shehbaz Sharif) সেনাবাহিনী ও প্রশাসন বছরের পর বছর ধরে বালোচিস্তানে বিচারবহির্ভূত হত্যালীলা চালিয়ে যাচ্ছে(Train Hijacked In Pakistan)। বহু যুবক নিখোঁজ, বহু পরিবার নিশ্চিহ্ন। অথচ এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠনগুলি নীরব। এই ‘নির্বাকতা’-র তীব্র নিন্দা করেছে BLA।ভিডিওতে ট্রেন অপহরণ অভিযানে নিহত এক বিদ্রোহীর নাম ও ছবি প্রকাশ করেছে তারা। দাবি করা হয়েছে, তিনি “শহিদের মর্যাদা” পেয়েছেন। অন্যদিকে, পাকিস্তান সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় ২১ জন যাত্রী ও চার জন সেনা নিহত হন। পাকিস্তান সেনার পাল্টা অভিযানে ৩৩ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলেও দাবি সেনা সূত্রের।

আত্মত্যাগের মানসিকতা নিয়ে অভিযান (Train Hijacked In Pakistan)
যদিও বিষয়টি অস্বীকার করেছে BLA। তাদের দাবি, তারা জান বাঁচাতে নয়, আত্মত্যাগের মানসিকতা নিয়েই অভিযানে গিয়েছিল (Train Hijacked In Pakistan)। অতএব সরকারি পরিসংখ্যান ‘রাজনৈতিক প্রোপাগান্ডা’ ছাড়া কিছু নয়।বালোচিস্তান দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের আঁতুরঘর। বিশেষত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও, সরকারি অবহেলা এবং দমননীতির অভিযোগে বহু বছর ধরেই অঞ্চলটিতে বিদ্রোহী তৎপরতা জারি রয়েছে। জাফর এক্সপ্রেস অপহরণ, রেললাইন ধ্বংস এবং সেনা-যাত্রী হতাহতের মতো ঘটনা সেই দ্বন্দ্বকে আরও তীব্র করে তুলল।
মনস্তাত্ত্বিক যুদ্ধে ‘বিএলএ’ (Train Hijacked In Pakistan)
বিশেষজ্ঞদের মতে, হাক্কাল-এর এই ভিডিও শুধুমাত্র দায় স্বীকার নয়, বরং একপ্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধ (Train Hijacked In Pakistan)। এটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার কৌশলও হতে পারে।এখন দেখার, এই ঘটনার পর পাকিস্তান সরকার কেমন কৌশল নেয় — দমন নাকি আলোচনার পথে। আর আন্তর্জাতিক মহল, বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলির নীরবতা কতটা টিকে থাকে, সেটিও প্রশ্নের মুখে।