ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজকের দিনে (Travel Tips) প্রযুক্তি ছাড়া জীবন প্রায় অচল। ল্যাপটপ এখন শুধুই একটি যন্ত্র নয়, বরং কাজের ফাইল, জরুরি তথ্য, ব্যক্তিগত ডেটা সবই এর মধ্যেই থাকে। ক্যামেরাও অনেকের জন্য শুধু শখের বস্তু নয়, বরং পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই যখনই বিমানে সফর করতে হয়, এই দু’টি ডিভাইসের সুরক্ষা নিয়ে চিন্তা করা স্বাভাবিক। একটু অসাবধানতাই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ল্যাপটপ বা ক্যামেরা সঙ্গে নিয়ে বিমানে যাত্রা করার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
কেবিন ব্যাগেই রাখুন ল্যাপটপ (Travel Tips)
ল্যাপটপ কখনওই চেক-ইন ব্যাগে রাখা (Travel Tips) উচিত নয়। অধিকাংশ বিমান সংস্থার নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী, ল্যাপটপের মতো ব্যাটারি-যুক্ত ডিভাইসগুলি সঙ্গের ব্যাগ, অর্থাৎ ক্যারি-অন লাগেজেই রাখতে হয়। কারণ, এই ডিভাইসগুলি যদি চেক-ইন লাগেজে রাখা হয় এবং কোনও কারণে অতিরিক্ত চাপ বা ধাক্কা লাগে, তাহলে তা থেকে আগুন লাগার আশঙ্কাও থাকে।
প্যাডেড ব্যাগে ভরে রাখুন (Travel Tips)
ভ্রমণের সময় ধাক্কা লাগা প্রায় (Travel Tips) অনিবার্য। সেই কারণে ল্যাপটপ রাখার জন্য প্যাড দেওয়া বিশেষ ব্যাগ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। এ ধরনের ব্যাগে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা থাকে এবং অনেক সময় জল প্রতিরোধকও হয়, যা ল্যাপটপকে বৃষ্টিতে বা দুর্ঘটনায় ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
ব্যাগে তালা দিন
ব্যাগে যদি ল্যাপটপ ছাড়াও টাকা-পয়সা বা গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে, তাহলে নিরাপত্তার স্বার্থে ব্যাগে একটি ভাল মানের কম্বিনেশন লক লাগানো যেতে পারে। এতে ব্যাগটি খোলা আরও কঠিন হবে এবং আপনার জিনিসপত্র থাকবে বাড়তি সুরক্ষায়।
কেবিনে বসার সময় কোথায় রাখবেন?
বিমানের উপরের ক্যাবিনে ব্যাগ রাখার সময় অনেকেই একাধিক ব্যাগ ঠেসে রাখেন, ফলে ভেতরের জিনিসপত্রে চাপ পড়ে। এই কারণে ল্যাপটপ বা ক্যামেরা ব্যাগ যদি বেশি ভারী না হয়, তবে সেটি নিজের আসনের সামনে, পায়ের কাছে রাখা ভালো। এতে চোখের সামনেই থাকবে এবং ক্ষতির আশঙ্কাও কমবে।
স্ক্যানিং প্রসঙ্গে
অনেকে ভাবেন, নিরাপত্তা স্ক্যানারের কারণে ল্যাপটপ নষ্ট হতে পারে। কিন্তু আসলে এক্স-রে স্ক্যানিং ডিভাইস বা ইলেকট্রনিক যন্ত্রপাতিকে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত করে না। বরং নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া।

ল্যাপটপে চার্জ রাখুন
নিরাপত্তাকর্মীরা আপনাকে যেকোনও সময় ল্যাপটপ চালু করে দেখাতে বলতেই পারেন। তাই সফরের দিন ল্যাপটপে অন্তত ৫০% চার্জ রাখাই ভালো।
আরও পড়ুন: Couple Relation: দাম্পত্য জীবনে রোজকার ঝগড়া? সম্পর্ক টিকিয়ে রাখতে কী করবেন?