ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সমুদ্র শহর বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গবাসীর অন্যতম প্রিয় ছুটি কাটানোর জায়গা (Traveling)। তবে সম্প্রতি এক ঐতিহাসিক পালাবদলের সাক্ষী হয়েছে এই শহর। রাজ্য সরকারের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই বদলে গিয়েছে শহরের চালচিত্র। একসময়ের নিছক সমুদ্র দর্শন এখন যুক্ত হয়েছে আধ্যাত্মিকতার মোহময় আবরণে।
এক নতুন অভিজ্ঞতা তৈরি করছে দিঘা (Traveling)
মন্দির উদ্বোধনের পর থেকেই (Traveling)। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বহু দূরের নদিয়া, বর্ধমান, এমনকি উত্তরবঙ্গের শহরগুলো থেকেও পর্যটক আসছেন ‘নতুন পুরী’ দর্শনে। অনেকে আবার শুধুই দর্শন নয়, দু’-তিন দিনের ছুটি কাটিয়ে ফিরছেন পরিবারের সঙ্গে।
যাতায়াতে বিপ্লব ঘটিয়েছে দিঘা (Traveling)
উত্তরবঙ্গের মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ করে এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম চালু করল বালুরঘাট–দিঘা এসি ভলভো বাস পরিষেবা। (Traveling) এতদিন পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দিঘা পৌঁছাতে সময় ও অর্থ—উভয়ই অপচয় হচ্ছিল, যেহেতু সরাসরি যোগাযোগের অভাব ছিল। এখন সেই সমস্যা কাটিয়ে, উত্তরবঙ্গের মানুষও সহজেই পৌঁছে যেতে পারবেন দিঘার বুকে।
বাস চলবে – সপ্তাহে দু’দিন (মঙ্গলবার ও শনিবার)
বালুরঘাট থেকে ছাড়বে সন্ধ্যা ৬:৫০ মিনিটে
দিঘা থেকে ফিরবে বুধবার ও রবিবার দুপুর ২টোর সময়
৪৫ সিটের এসি বাসে থাকবে – কম্বল, পানীয় জল, আরামদায়ক চেয়ার
প্রারম্ভিক ভাড়া – মাত্র ₹৯৬০ (মূল ভাড়া ₹১৫৬০)
বাস যাত্রাপথে পড়বে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, মালদা, কৃষ্ণনগর, কলকাতা—ফলে রাস্তায় থাকা অন্যান্য জেলার মানুষও এই সুবিধা উপভোগ করতে পারবেন।

ভ্রমণ পিপাসু মানুষের জন্য (Traveling)
দিঘার ব্যবসায়ী মহল যেমন হোটেল মালিক (Traveling), দোকানদার, টোটো চালক থেকে শুরু করে পর্যটন-নির্ভর নানা কর্মজীবী মানুষ এই নতুন বাস পরিষেবাকে দেখছেন আশার আলো হিসেবে।
দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন:
এবার আসছে দিঘা গাইড বুক
নতুন পর্যটকদের ভিড় যত বাড়ছে, ততই সামনে আসছে তথ্য ঘাটতির সমস্যা। কোথায় থাকা, কীভাবে ঘোরা, কোথা থেকে জরুরি পরিষেবা পাওয়া যাবে—এই প্রশ্নগুলো ঘুরপাক খায় নতুন পর্যটকদের মাথায়। এই সমস্যা দূর করতেই আসছে ‘দিঘা গাইড বুক’—
এই বইতে থাকবে
হোটেলের তালিকা ও বুকিং নম্বর
ট্যুরিস্ট স্পটের মানচিত্র ও সময়সূচি
জরুরি নম্বর ও হাসপাতালের ঠিকানা
ভ্রমণ-বান্ধব রুট ও বাস-টোটো ভাড়া তালিকা
স্থানীয় খাবার, উৎসব ও সংস্কৃতির পরিচয়
আরও পড়ুন: SBI Credit Card Policy: স্টেট ব্যাঙ্কের নয়া নীতি, ১১ অগাস্ট থেকে বন্ধ হতে চলেছে এই সুবিধা
এক নতুন যুগের শুরু
জগন্নাথ মন্দিরের উদ্বোধন, উত্তরবঙ্গ থেকে সরাসরি বাস যোগাযোগ, আর এবার আসন্ন গাইড বুক—সব মিলিয়ে দিঘা এখন শুধু আর “সমুদ্র দর্শনের জায়গা” নয়। এটি হয়ে উঠেছে পর্যটন, আধ্যাত্মিকতা, আর অর্থনীতির সংযোগস্থল। এ এক নবযাত্রা, যার গন্তব্য—উন্নয়ন, সর্বসুলভ ভ্রমণ, আর সর্বজনগ্রাহ্য অভিজ্ঞতা।